Connect with us
ক্রিকেট

রেকর্ড জয়ের ম্যাচে শরিফুলের নতুন মাইলফলক

Shariful's new milestone in record winning matches
ওয়ানডেতে ৫০ উইকেটের মাইলফলক স্পর্শ করেছেন শরিফুল ইসলাম। ছবি- সংগৃহীত

নিউজিল্যান্ডের বিপক্ষে চলমান সিরিজের শেষ ওয়ানডেতে এক ঐতিহাসিক জয় পেয়েছে বাংলাদেশ। কিউইদের মাটিতে এটাই বাংলাদেশের প্রথম ওয়ানডে জয়। এদিন বাংলাদেশের বেশ কিছু রেকর্ড হয়েছে। রেকর্ড জয়ের এই দিনে নতুন একটি মাইলফলকও স্পর্শ করছেন পেসার শরিফুল ইসলাম।  

আজ (শনিবার) নেপিয়ারে টস জিতে শুরুতে বোলিংয়ের সিদ্ধান্ত নেয় টাইগার অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। প্রথমে বোলিং করে নিউজিল্যান্ডকে ৯৮ রানে অলআউট করে দেয় বাংলাদেশ। জবাবে ৯ উইকেট ও ২০৯ বল হাতে রেখেই জয়ের বন্দরে পৌঁছে যায় টাইগারা।

বাংলাদেশের বোলিং ধ্বংসলীলার এই ম্যাচে তিনটি গুরুত্বপূর্ণ উইকেট নিয়ে নতুন একটি মাইলফলক স্পর্শ করেছেন শরিফুল ইসলাম। ওয়ানডেতে ১৪ তম বাংলাদেশি বোলার হিসেবে ৫০ উইকেটের মালিক হয়েছেন এই পেসার। ৩৩ ম্যাচ খেলে এই মাইলফলক স্পর্শ করেছেন তিনি যা বাংলাদেশের হয়ে তৃতীয় দ্রুততম।

এই তালিকায় তার উপরে রয়েছেন আব্দুর রাজ্জাক যিনি ৩২ টি ম্যাচ খেলে এই মাইলফলক স্পর্শ করেছিলেন। আর এই তালিকায় শীর্ষে রয়েছেন মুস্তাফিজুর রহমান। মাত্র ২৭ ম্যাচ খেলেই এই মাইলফলক স্পর্শ করেছিলেন কাটার মাস্টার।

আরও পড়ুন: নিউজিল্যান্ডের মাটিতে ইতিহাস গড়ল বাংলাদেশ

ক্রিফোস্পোর্টস/২৩ডিসেম্বর২৩/এমটি 

Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট