২০২৪ নারী এশিয়া কাপে প্রথমবারের মতো বাংলাদেশের সাথিরা জাকির জেসি আম্পায়ার হিসেবে থাকছেন। এশিয়ান ক্রিকেট কাউন্সিল (এসিসি) বিষয়টি তাকে মৌখিকভাবে অবগত করেছে বলে জানান তিনি। এ প্রসঙ্গে জেসি নিজেই বাংলাদেশের একটি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন। আসন্ন নারী এশিয়া কাপ শ্রীলঙ্কায় অনুষ্ঠিত হবে।
এর আগে সর্বশেষ এশিয়া কাপের আসর বসেছিল বাংলাদেশে। কিন্তু সেবার বাংলাদেশের কোন আম্পায়ার টুর্নামেন্টটিতে দায়িত্বে ছিলেন না।
দেশের এক গণমাধ্যমকে সাথিরা জাকির জেসি নিজেই জানান, ‘এসিসি থেকে আমাকে মৌখিকভাবে জানিয়ে দেওয়া হয়েছে যে, আসন্ন এশিয়া কাপের আম্পায়ারিংয়ে আমি থাকছি।’
আন্তর্জাতিক কোন টুর্নামেন্টে আম্পায়ারিংয়ের দায়িত্ব পাওয়া এটিই প্রথম নয় জেসির জন্য। চলতি বছরের ফেব্রুয়ারি মাসে এসিসি প্রিমিয়ার কাপের আসর বসেছিল মালয়েশিয়ায়। সেখানে আম্পায়ার হিসেবে দায়িত্ব পালন করেছেন বাংলাদেশি এই নারী।
এছাড়া গত বছরে অনুষ্ঠিত ইমার্জিং এশিয়া কাপেও আম্পায়ারিং করার অভিজ্ঞতা রয়েছে টাইগ্রেসদের জার্সিতে তিনটি আন্তর্জাতিক ম্যাচ খেলা জেসির।
বাংলাদেশের সাবেক এই নারী ক্রিকেটার জাতীয় দলে ক্যারিয়ার বড় করতে না পারলেও ইতোমধ্যেই আম্পায়ার হিসেবে ৮ টি আন্তর্জাতিক টি-টোয়েন্টি ম্যাচে দায়িত্ব পালনের অভিজ্ঞতা অর্জন করেছেন।
তবে জেসির স্বপ্ন আরও বড় কিছু। তার পরবর্তী লক্ষ্য বিশ্বকাপে আম্পায়ারিং করা।
আগামী নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের আসর বসবে বাংলাদেশে। ঘরের মাটিতে বৈশ্বিক মঞ্চে দায়িত্ব পালনের জন্য জেসি ইতোমধ্যে নিজেকে প্রস্তুত করতে শুরু করে দিয়েছেন।
এ বিষয়ে তিনি বলেন, ‘ঘরের মাঠে বিশ্বকাপে দায়িত্বে থাকার স্বপ্ন তো অবশ্যই দেখি। আমি নিয়মিত আন্তর্জাতিক টুর্নামেন্টগুলোয় কাজ করছি। সামনের বিশ্বকাপে দায়িত্বে থাকতেও আমি প্রস্তুত।’
উল্লেখ্য, শ্রীলঙ্কায় বসতে যাওয়া এশিয়া কাপের ১৯ জুলাই শুরু হয়ে ২৮ জুলাই ফাইনালের মধ্য দিয়ে সমাপ্তি ঘটবে।
আরও পড়ুন: মুশফিক লিখলেন মাশাআল্লাহ, রুবেলের কমেন্ট ‘খুবই দুঃখজনক ভাই’
ক্রিফোস্পোর্টস/২৬এপ্রিল২৪/এমএস/বিটি