Connect with us
ক্রিকেট

সব ধরনের ক্রিকেট থেকে অবসরে গেলেন শন মার্শ

Shaun Marsh
শন মার্শ। ছবি- সংগৃহীত

সব ধরনের ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিলেন ৪০ বছর বয়সী অজি ক্রিকেটার শন মার্শ। অস্ট্রেলিয়ার ফ্র্যাঞ্চাইজি লিগ বিগ ব্যাশে মেলবোর্ন রেনেগেডসের হয়ে সিডনি থান্ডারের বিপক্ষে ম্যাচ খেলার মধ্য দিয়ে পেশাদার ক্যারিয়ারের ইতি টানবেন অস্ট্রেলিয়ার এই টপ অর্ডার ব্যাটসম্যান।

এর আগেই অবশ্য প্রথম শ্রেণির ক্রিকেট থেকে অবসর নিয়েছিলেন মার্শ। আর জাতীয় দলের হয়ে সবশেষ আন্তর্জাতিক ম্যাচ খেলেছিলেন শ্রীলংকার বিপক্ষে ২০১৯ বিশ্বকাপে। শেষ চার বছর ধরে শন মার্শ জাতীয় দলের বাইরে থাকলেও তার ছোট ভাই মিচেল মার্শ বর্তমানে অস্ট্রেলিয়া জাতীয় দলপর গুরুত্বপূর্ণ সদস্য। তারা দুই ভাই সাবেক অজি ব্যাটসম্যান জিওফ মার্শের ছেলে।

অবসের ঘোষণায় শন মার্শ বলেন, ‘রেনেগেডসের হয়ে খেলতে আমি ভীষণ উপভোগ করি। এখানে এসে আমার কিছু মহৎ লোকের সাথে পরিচয় হয়েছে যাদের সাথেকার বন্ধুত্বটা আমার বাকি জীবন মনে থাকবে। এই দলটি আনার জন্য বিশেষ; ভালো সতীর্থের সাথে আমার ভালো কিছু বন্ধু আছে এখানে।’

সতীর্থদের পাশাপাশি শন দলের ভক্ত-সমর্থকদের প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করেন। সমর্থকদের উদ্দেশ্যে তিনি বলেন, ‘আমাদের সমর্থকরা ভীষণ অনুরাগী, এই সুন্দর যাত্রাটায় তাদের প্রতি আমি কৃতজ্ঞ। আপনারা আমাদের সাথেই থাকুন, এই দলে অনেক মেধাবী ক্রিকেটার রয়েছে। তারা সেরা অবস্থানেই থাকবে বলে আমি বিশ্বাস করি।’

আইপিএলের প্রথম আসরে সর্বোচ্চ রান সংগ্রহ করে প্রথম ক্রিকেট বিশ্বের নজর করেছিলেন শন মার্শ। তার সুবাদেই প্রথম জাতীয় দলে ডাক পান তিনি। অস্ট্রেলিয়ার হয়ে ৩৮ টেস্ট, ৭৩ ওয়ানডে এবং ১৫ টি ২০ ওভারের ম্যাচ খেলেছেন এই টপ অর্ডার। আন্তর্জাতিক ক্রিকেটে ৯ হাজার রানের সাথে সেঞ্চুরি করেছেন মোট ১৩ টি।

বাঁ হাতি এই ব্যাটসম্যান বল করতেও পারদর্শী ছিলেন কিন্তু তাকে জাতীয় দলে বল হাতে কখনো দেখা যায়নি। চলতি বিগ ব্যাশে এ পর্যন্ত মোট পাঁচ ম্যাচ খেলে ১৮১ রান করেছেন তিনি। ৪৫.২৫ ব্যাটিং গড়ে দু’টি হাফ সেঞ্চুরি করেছেন তিনি।

আরও পড়ুন: মুগ্ধতার শেন ওয়ার্ন  

ক্রিফোস্পোর্টস/১৪জানুয়ারি২৪/এমএস/এমটি

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট