আইপিএলের আদলে ভারতে শুরু হচ্ছে মেয়েদের ফ্র্যাঞ্চাইজি টি-টোয়েন্টি লিগ। সোমবার নিলাম হয়ে গেছে প্রথমবারের মতো আয়োজিত হতে যাওয়া এ আসরের। যেখানে সবচেয়ে বেশি মূল্য পেয়েছেন ভারতের জাতীয় দলের সহ-অধিনায়ক স্মৃতি মান্ধানা।
এদিকে এটি আগেই ধারণা করা হয়েছিল, ভারতীয় ক্রিকেটে এই মুহূর্তে অন্যতম সেরা ওপেনার স্মৃতি বড় অঙ্কের অর্থই পাবেন। নিলামের শুরুতেও তাই হয়েছে, তাকে তিন কোটি ৪০ লক্ষ রুপিতে দলে নিয়েছে বেঙ্গালুরু।
অপরদিকে নিলামের শুরু হয়েছিল স্মৃতি মন্ধানাকে দিয়ে। এছাড়া নিলাম শেষে দেখা গেছে, সবচেয়ে বেশি দাম দিয়ে কেনা হয়েছে তাকে। তার দাম পাকিস্তান সুপার লিগের সবচেয়ে দামি ক্রিকেটারদের চেয়েও বেশি হয়েছে। পাকিস্তানের টি-টোয়েন্টি লিগে নিলাম হয় না। সেখানে ক্রিকেটারদের দাম নির্ধারণ করে দেওয়া হয়। সেই লিগে বাবর আজম পেয়ে থাকেন ভারতীয় মুদ্রায় দেড় কোটির মতো।
অপরদিকে জানা গেছে, বেঙ্গালুরু দলের অধিনায়ক করা হতে পারে স্মৃতি মান্ধানাকে। এর পাশাপাশি বেঙ্গালুরু দলে আরো তিন ক্রিকেটার কোটির ক্লাবে আছেন। তারা হলেন পশ্চিমবঙ্গের রিচা ঘোষ (এক কোটি ৯০ লক্ষ রুপি), অস্ট্রেলিয়ার অলরাউন্ডার এলিস পেরি (এক কোটি ৭০ লক্ষ রুপি) এবং ভারতীয় পেসার রেণুকা সিং (এক কোটি ৫০ লক্ষ রুপি)।
প্রসঙ্গত, মেয়েদের আইপিএল শুরু হচ্ছে আগামী ৪ মার্চ থেকে। ফাইনাল হবে ২৬ মার্চ।
আরও পড়ুন: লিভারপুলের কাছে ক্ষমা চাইল উয়েফা
ক্রিফোস্পোর্টস/১৪ফেব্রুয়ারি২৩/এমএ