Connect with us
ক্রিকেট

শেখ হাসিনা স্টেডিয়ামের নাম বদলে হলো এনসিজি

NCG Stedium
শেখ হাসিনা নাম দিয়ে স্টেডিয়ামটির আকৃতি দেওয়া হয়েছিল নৌকার আদলে।

দেশের অন্যদম বৃহৎ স্টেডিয়াম তৈরি হচ্ছিলো ঢাকার পূর্বাচলে। যার নাম রাখা হয়েছিল শেখ হাসিনা স্টেডিয়াম। তবে এর নাম আর শেখ হাসিনা থাকছে না। স্টেডিয়ামের কাজ শুরুর আগেই বদলে গেল এর নাম। স্টেডিয়ামের নতুন নামকরণ করা হয়েছে ন্যাশনাল ক্রিকেট গ্রাউন্ড বা এনসিজি।

গত ৫ আগস্ট রাজনৈতিক পটপরিবর্তনের পর এই স্টেডিয়ামের কাজ থমকে যায়। এবার স্টেডিয়ামের কাজ শুরুর আগে বদলে গেল নাম। সোমবার বিসিবির ১৮ তম বোর্ড সভায় নাম পরিবর্তনের এই সিদ্ধান্ত হয়েছে।

সভা শেষে গণমাধ্যমের মুখোমুখি হন বিসিবির দুই পরিচালক নাজমুল আবেদিন ফাহিম ও ইফতেখার রহমান মিঠু। সেখানেই শেখ হাসিনা স্টেডিয়ামের নাম পরিবর্তন নিয়ে কথা বলেছেন এই দুই কর্মকর্তা।


আরও পড়ুন:

» সান্তোসে নেইমার দেখাচ্ছেন, তিনি এখনো ফুরিয়ে যাননি

» ৬৫ বছরের ক্রিকেটারের কীর্তি, এক ইনিংসেই ১০ উইকেট


রাজনৈতিক পটপরিবর্তনের পর ফারুক আহমেদ বিসিবি প্রধানের দায়িত্ব নিয়ে বলেছিলেন, পরিবর্তন করা হবে শেখ হাসিনা স্টেডিয়ামের নাম ও নকশা। এরপর বাতিল করা হয় এর দরপত্র। আজ বদলে গেল স্টেডিয়ামের নামও।

the boat

নৌকার আদলে নির্মিত হওয়ার কথা ছিল ওই স্টেডিয়ামটি।

শেখ হাসিনা স্টেডিয়ামের জন্য সাবেক সভাপতি নাজমুল হাসানের বোর্ড সরকারের কাছ থেকে পূর্বাচলে নামমাত্র মূল্যে সাড়ে ৩৭ একর জমি পায়। মূলত ২০৩১ ওয়ানডে বিশ্বকাপ সামনে রেখে পূর্বাচলে স্টেডিয়াম নির্মাণের কাজ শুরু করেছিল বিসিবি।

‘দ্য বোট’ নামের এই স্টেডিয়াম আর নৌকার আদলে বানানো হচ্ছে না। নতুন ডিজাইন অনুমোদন দেওয়া হবে দ্রুতই। পূর্বাচলে এই ক্রিকেট স্টেডিয়ামে মাঠের সঙ্গে একটি পাঁচ তারকা হোটেল, সুইমিং পুল, জিম, প্যাভিলিয়ন এবং মিডিয়া সেন্টার করার কথা ছিল।

ক্রিফোস্পোর্টস/৩মার্চ২৫/এজে

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট