ঘরের মাঠে অনুষ্ঠিত হতে যাচ্ছে ওয়ানডে বিশ্বকাপ। শেষ পর্যন্ত দলে জায়গা হয়নি ভারতীয় শিবিরে এক সময়ের ব্যাটিং স্তম্ভ শিখর ধাওয়ানের। তবে দুঃখ বা আক্ষেপ নয়, বরং দলকে শুভ কামনা জানিয়েছেন তিনি।
এর আগে গত মঙ্গলবার রোহিত শর্মার কাঁধে অধিনায়কত্ব দিয়ে ১৫ জনের বিশ্বকাপ স্কোয়াড ঘোষণা করে টিম ইন্ডিয়া।
এদিকে ২০১৫ ও ২০১৯ বিশ্বকাপ খেলা ধাওয়ানের দলে জায়গা দুর্বল হয়েছে অনেক আগেই। ব্যাট হাসেনি অনেক দিন—গত ডিসেম্বরে সর্বশেষ ওয়ানডে ম্যাচ খেলেছেন তিনি। উদ্বোধনীতে তার জায়গায় সুযোগ পেয়ে দুর্দান্ত ব্যাটিং করে জায়গা স্থায়ী করেছেন শুভমান গিল।
অপরদিকে ফর্ম হারিয়ে দল থেকে বাদ পড়েছেন—তাই আক্ষেপে পুড়ছেন না ধাওয়ান। দল ঘোষণার পর সামাজিক মাধ্যমে এক পোস্টে এমন বার্তাই দিয়েছেন এই ব্যাটার।
তিনি লিখেছেন, এই বিশ্বকাপে আমার যেসব বন্ধু ও সতীর্থ সুযোগ পেয়েছে তাদের সবাইকে অভিনন্দন। দেশের সব মানুষের আশা ও আশীর্বাদ তোমাদের সঙ্গে আছে। আশা করছি কাপ ঘরে নিয়ে আসবে, সবাইকে গর্বিত করবে।
২০১৫—বিশ্বকাপে ৪৪.১১ আর ২০১৯’এ ৫৩.৭০ ব্যাটিং গড় ছিল শিখর ধাওয়ানের।
আরও পড়ুন: এশিয়া কাপ: হারে সুপার ফোর শুরু, সাকিবের কাঠগড়ায় কে?
ক্রিফোস্পোর্টস/৮সেপ্টেম্বর২৩/এসএ