ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) আজ শনিবার দিনের প্রথম ম্যাচে ঋষভ পন্তের দিল্লি ক্যাপিটালসের মুখোমুখি হয়েছে শিখর ধাওয়ানের পাঞ্জাব কিংস। এই ম্যাচে পন্তদের ৪ উইকেটে হারিয়েছে পাঞ্জাব।
শনিবার (২৩ মার্চ) মহালির যাদবিন্দ্র সিং আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে শুরুতে বোলিংয়ের সিদ্ধান্ত নেয় পাঞ্জাব কিংস।
আগে ব্যাট করতে নেমে ডেভিড ওয়ার্নারের ২৯, শাই হোপের ৩৩, অভিষেক পরেলের ৩২ এবং অন্যান্য ব্যাটারদের ছোট ছোট ক্যামিওতে ১৭৪ রান সংগ্রহ করে দিল্লি।
পাঞ্জাবের হয়ে আর্শদীপ সিং ও হার্শাল প্যাটেল ২টি করে উইকেট শিকার করেন। এছাড়া ১টি করে উইকেট নেন ৩ জন বোলার।
জবাবে ৪ বল ও ৪ উইকেট হাতে রেখেই জয় তুলে নেয় শিখর ধাওয়ানের দল। দলের হয়ে সর্বোচ্চ ৬৩ রান করেন স্যাম কারান। এছাড়া লিয়াম লিভিংস্টোন ৩৮, প্রভসিমরান সিং ২৬, শিখর ধাওয়ান ২২ রান করেন।
দিল্লির হয়ে ২টি করে উইকেট শিকার করেছেন কুলদীপ যাদব ও খলিল আহমেদ।
সংক্ষিপ্ত স্কোর:
দিল্লি ক্যাপিটালস: ১৭৪/৯ (২০ ওভার)
পাঞ্জাব কিংস: ১৭৭/৬ (১৯.২ ওভার)
ফলাফল: পাঞ্জাব কিংস ৪ উকেটে জয়ী
আরও পড়ুন: ব্যাটারদের ব্যর্থতার পর দ্রুত ৫ উইকেট তুলে নিয়েছে বোলাররা
ক্রিফোস্পোর্টস/২৩মার্চ২৪/এমটি