Connect with us
ক্রিকেট

সাকিব আল হাসানকে নিয়ে আবেগঘন বার্তা দিলেন শিশির

Shakib-Shisir
১২ বছর আগে বিয়েতে সাকিব ও তার স্ত্রী শিশির। ছবি- সংগৃহীত

সাকিব শিশিরের প্রেমকাহিনী সিনেমার গল্পকেও হার মানাবে। এই গল্পের শুরুটা হয়েছিল ফেসবুকের মাধ্যমে। এরপর ইংল্যান্ডের কাউন্টি ক্রিকেটে দুজনের প্রথম দেখা হয়। প্রথম দেখাতেই একে অপরের প্রতি তৈরি হয় ভালো লাগা। এরপর বন্ধুত্ব। ধীরে ধীরে গড়ে গভীর প্রেমের সম্পর্ক। মধুর সেই প্রেমের সম্পর্ককে স্থায়ীভাবে একটা সময় দৃঢ় বন্ধনে আবদ্ধ করেন দুজন। শতবর্ষে একবার পাওয়া ম্যাজিকাল ১২.১২.১২ তারিখে নিজেদের জীবনের নতুন গল্প শুরু করেন সাকিব-শিশির দম্পতি।

আজ থেকে ঠিক একযুগ আগে তৎকালীন রূপসি বাংলা (বর্তমানে হোটেল ইন্টারকন্টিনেন্টালে) হোটেলে জাঁকজমকপূর্ণ আয়োজনে নিজের জীবনের দ্বিতীয় ইনিংস শুরু করেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। দেখতে দেখতে কেটে গেছে ১২টি বছর। বয়স বেড়েছে সাকিব-শিশির দুজনেরই। সংসারে এসেছে তিনজন নতুন সদস্যও।

তাই একযুগের দৃঢ় বন্ধনকে স্মরণ করে ফেসবুকে সেই সময়ের স্মৃতিচারণ করে আবেগঘন বার্তা দিয়েছেন সাকিবের সহধর্মিণী শিশির।

এক ফেসবুক পোস্টে শিশির লেখেন, ‘যখন এই লেখাটি লিখতে বসেছি তখন ঘড়ির কাটায় বাজে রাত ১২টা ১২ মিনিট। আজ থেকে ঠিক ১২ বছর আগে তুমি আমার জীবনে এসেছিলে। ১২ বছর আগে ১২.১২.১২ এই দিনে আমরা আমাদের রূপকথার গল্পটা শুরু করেছিলাম। আমাদের প্রথম পরিচয় থেকে বিয়ে, এরপর সুন্দর একটি পরিবার গঠন করা। সবমিলিয়ে আলহামদুলিল্লাহ।’

আরও পড়ুন:

» এবার শুরু হচ্ছে মেয়েদের এশিয়া কাপ, বিসিবির দল ঘোষণা

» তামিমের জাতীয় দলে ফেরার বিষয়ে যা বললেন নান্নু 

তিনি আরও বলেন, ‘হাতে হাত রেখে, কাঁধে কাঁধ মিলিয়ে দুজনে এতটা সময় পার করেছি। ভালো ও খারাপ সময়ে একে অপরের পাশে থেকেছি। আমাদের প্রতিশ্রুতি ছিল একসঙ্গে পথ চলার, কেউ কাউকে ছেড়ে না যাওয়ার। আমরা তাই করেছি। আমার প্রতি তোমার ভালোবাসায় আমি মুগ্ধ। আর আমিও প্রতিদিন নতুন করে তোমাকে ভালোবাসি। আমাদের একসঙ্গে পথ চলার ১২তম বার্ষিকীতে নিজেদেরকেই শুভেচ্ছা জানায়। আলহামদুলিল্লাহ!’

বিয়ের ১২ বছর কেটেছে সাকিব-শিশিরের। এরইমাঝে তিনজন সন্তান জনক-জননী হয়েছেন তাঁরা। ২০১৫ সালে সাকিব-শিশিরের কোল ঘরে আসে কন্যা আলাইনা হাসান। এরপর দীর্ঘ ৫ বছর পরে ২০২০ সালের এপ্রিল মাসে জন্মগ্রহণ করেন ইরাম হাসান। সবশেষে ২০২১ সালের মার্চ মাসে জন্মগ্রহণ করেন ছেলে ইজাহ হাসান।

বেশ কয়েক বছর ধরে যুক্তরাষ্ট্রে পরিবারের সঙ্গে বেশি সময় কাটান সাকিব। বর্তমানেও তিনি অবস্থান করছেন যুক্তরাষ্ট্রেই।

এদিকে ক্যারিয়ারের পড়ন্ত বেলায় আছেন সাকিব। ইতোমধ্যেই টেস্ট ও টি-টোয়েন্টি থেকে নিয়েছেন অবসরও। কিন্তু রাজনৈতিক পটপরিবর্তনের পর থেকে সেই সময়টাও ভালো কাটছে না তাঁর। এরই মাঝে খুনের মামলা ইস্যুতে দেশে ফিরতেও দেখা দিয়েছে অনিশ্চয়তা।

ক্রিফোস্পোর্টস/১২ডিসেম্বর২৪/এসআর/বিটি

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট