আর দু’দিন পরেই শুরু হচ্ছে ওয়ানডে বিশ্বকাপ। বিশ্বকাপের জন্য বাংলাদেশের দল ঘোষণার পর থেকেই বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে আলোচনা ও সমালোচনার ঝড় বইছে। সেই সমালোচনার জবাবে হাজির হয়েছেন নাম্বার ওয়ান অলরাউন্ডার সাকিব আল হাসানের স্ত্রীও।
২৬ সেপ্টেম্বর বিশ্বকাপের জন্য দল ঘোষণা করে বিসিবি। দলে জায়গা হয়নি তামিম ইকবালের। তা নিয়ে সোশ্যাল মিডিয়াতে আলোচনা ও সমালোচনার ঝড় বইছে। তবে সবচেয়ে বেশি সমালোচনা হচ্ছে ক্যাপ্টেন সাকিবকে নিয়েই। তামিমের দলে জায়গা না হওয়ায় ভক্তরা সাকিবকেই দোষারোপ করে মীরজাফর বলেও আখ্যায়িত করেছেন।
এরই মাঝে গতকাল আইসিসি বিশ্বকাপে সর্বোচ্চ উইকেট শিকারীদের ছবির পাশে উইকেট সংখ্যা দিয়ে ফেসবুকে একটি পোস্ট করে। এই ছবিতে জায়গা পেয়েছেন সাকিব। আর সেই পোস্টটি তার স্ত্রী উম্মে শিশির ফেসবুক পেইজে শেয়ার করেন।
সেখানে সাকিবকে মীরজাফর বলে তার সমালোচনাকারীদের কড়া জবাব দিয়েছেন শিশির। পোস্টটি শেয়ার করে ক্যাপশনে বলেন,‘ওহ হায়! (ওহ ড্যাম) এই মীরজাফর কীভাবে এখানে এলো। এটা নিশ্চয়ই ভুল।’
আইসিসির প্রকাশিত ছবিতে আরো চারজন বোলার ছিলেন। অস্ট্রেলিয়ার মিচেল স্টার্ক, ভারতের মোহাম্মদ সামি এবং নিউজিল্যান্ডের ট্রেন্ট বোল্ট ও টিম সাউদি।
সর্বোচ্চ ৪৯ উইকেট নিয়ে তালিকায় শীর্ষে স্টার্ক। দ্বিতীয় স্থানে রয়েছেন বোল্ট যার উইকেট সংখ্যা ৩৯। সমান উইকেট (৩৪) নিয়েই পরের অবস্থানে সাকিব ও সাউদি। আর পঞ্চম স্থানে থাকা সামির উইকেট ৩১টি।
আরও পড়ুন: বাংলাদেশের যে ইউনিটকে বিশ্বের অন্যতম সেরা বললেন মাশরাফি
ক্রিফোস্পোর্টস/২অক্টোবর২৩/এমটি/এজে