হয়তো কেউই বিশ্বাস করতে পারেনি এমন একটি ম্যাচ হেরে যেতে পারে পাকিস্তান। ম্যাচের এক পর্যায়ে সম্প্রচারকারী চ্যানেলে দেখানো হচ্ছিল ভারতের জয়ের সম্ভাবনা ৮ শতাংশ, যার বিপরীতে পাকিস্তানের ৯২ শতাংশ। তবুও সেই ম্যাচটি জয় দিয়ে রাঙাতে পারল না বাবর আজমের দল। ছোট লক্ষ্য তাড়া করতে নেমে লজ্জাজনক হারের সম্মুখীন হলো পাকিস্তান।
বিশ্বকাপের অন্যতম হাইভোল্টেজ ম্যাচে গতকাল রাতে মাঠে নেমেছিল ভারত-পাকিস্তান দুই চিরপ্রতিবন্ধী। যেখানে আগে ব্যাট করতে নেমে পাক বোলারদের দৃঢ়তায় মাত্র ১১৯ রানেই গুটিয়ে যায় ভারত। তবে সহজ লক্ষ্য পূরণ করতে নেমে রীতিমতো নাস্তানাবুদ হয় পাকিস্তানি ক্রিকেটাররা। শেষ পর্যন্ত ৬ রানে ভারতের কাছে পরাজিত হয়েছে ম্যান ইন গ্রীনরা।
এমন পরাজয় দেশের ক্রিকেট ভক্তদের মর্মাহত করেছে পাকিস্তান দল; এমন সহজ সুযোগ বারবার আসে না যা তারা হারিয়েছে, এমনটি উল্লেখ করে সাবেক পাকিস্তানি ক্রিকেটার শোয়েব আখতার বলেন, ‘ম্যাচ দেখে হতাশ ও দুঃখিত। সারা দেশ মর্মাহত। দেশের জার্সি পরে নামা মানে দেশকে গর্বিত করার সুযোগ পাওয়া। এই সুযোগ হেলায় হারাল পাকিস্তান।’
এই হারের পর নিজেদের দলকে জয়ের অযোগ্য বলেই মনে করার কথা জানালেন এই কিংবদন্তি ক্রিকেটার, ‘জয়ের জন্য নিজের সেরাটা উজাড় করে দিতে হয়। আমার মনে হয় পাকিস্তান জেতার যোগ্য দলই নয়।’ আরেক প্রাক্তন তারকা ওয়াকার ইউনিসও রীতিমতো ক্ষুব্ধ। তবে তিনি প্রশংসা করেছেন ভারতীয় পেসার যশপ্রীত বুমরাহর।
ওয়াকার ইউনিস বুমরাহকে কিংবদন্তি আখ্যা দিয়ে বলেন, ‘বুমরা সত্যিকারের কিংবদন্তি। গত বছর ৫০ ওভারের বিশ্বকাপে আমদাবাদের মাটিতে ও একই জায়গায় নিখুঁত বল রেখেছিল। মাঠ পাল্টে গেলেও ওর সেই অভ্যাস পাল্টায়নি। এখানেও নিখুঁত লাইন লেংথে বল রেখে হারিয়ে দিল।’
এদিকে ম্যাচ হারের জন্য পাক অধিনায়ক বাবর আজম দায়ী করছেন ব্যাটারদের অতিরিক্ত ডট বল খেলাকে। তিনি বলেছেন, ‘আমরা বোলিং ভাল করেছি। তবে ব্যাটিংয়ের সময় নিয়মিত বিরতিতে উইকেট হারিয়েছি এবং অতিরিক্ত ডট বল খেলেছি। নিজেদের সেরা খেলাটা খেলতে পারিনি।’
পরিকল্পনা অনুযায়ী খেলতে না পারার বিষয়টি সামনে আনলেন তিনি, ‘আমরা আমাদের স্বাভাবিক খেলা খেলতে চেয়েছিলাম। স্ট্রাইক পরিবর্তন করা এবং মাঝে মাঝে বাউন্ডারি তুলে নেওয়া। কিন্তু মাঝের ওভারগুলিতে সেই স্বাভাবিক খেলা খেলতে পারিনি। অতিরিক্ত ডট বল খেলেছি। প্রথম ছয় ওভারে পাওয়ার-প্লেতেও যথেষ্ট রান তুলতে পারিনি।’
আরও পড়ুন: লো স্কোরিং ম্যাচে পাকিস্তানের লজ্জার হার
ক্রিফোস্পোর্টস/১০জুন২৪/এফএএস