ক্রিকেট মাঠে নতুন ভূমিকায় যুক্ত হচ্ছেন পাকিস্তানের গতিতারকা শোয়েব আখতার। তবে ক্রিকেটার হিসেবে নয়, পাকিস্তান ক্রিকেট দলের সঙ্গে যুক্ত হতে যাচ্ছেন তিনি।
পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) নতুন চেয়ারম্যান নাজাম শেঠি দায়িত্ব নিয়েই নিজের মতো করে ঢেলে সাজাচ্ছেন দেশটির ক্রিকেটকে। এরইমধ্যে পাকিস্তানের প্রধান নির্বাচক হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে সাবেক তারকা ক্রিকেটার শহীদ আফ্রিদিকে।
দেশটির সংবাদ মাধ্যমে প্রকাশিত খবর অনুযায়ী, শোয়েব আখতারকে দলের বোলিং পরামর্শক হিসেবে দেখা যেতে পারে। ইতোমধ্যে সাবেক এই গতি তারকাকে প্রস্তাবও দিয়েছে বোর্ড। পিসিবির সেই প্রস্তাবে ইতিবাচক সাড়া দিয়েছেন শোয়েব আখতার।
এদিকে শুধু বোলিং পরামর্শক হিসেবেই নয়, বোর্ডের নীতিনির্ধারণী পর্যায়েও কাজ করতে আগ্রহী তিনি।
অপরদিকে পিসিবি চেয়ারম্যান নাজাম শেঠির সঙ্গে বৈঠকের পরই জানা যাবে, কোন ভূমিকায় নিয়োগ পেতে যাচ্ছেন শোয়েব।
ইতিহাসে সবচেয়ে দ্রুতগতির এই বোলার ২০১১ সালে ক্রিকেটকে বিদায় জানান। শোয়েব ৪৬টি টেস্ট খেলে শিকার করেন ১৭৮টি উইকেট। ১৬৩ ওয়ানডেতে উইকেটসংখ্যা ২৪৭।
আরও পড়ুন: মেসি-নেইমার বনাম রোনালদোর প্রীতি ম্যাচ কবে কোথায়, দেখবেন যেভাবে
ক্রিফোস্পোর্টস/১৮জানুয়ারি২৩/এসএ