Connect with us
ক্রিকেট

ঘরের মাঠে জয় পেলেও যে কারণে সমালোচনা করছেন শোয়েব

ইংল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় টেস্ট। ছবি- ক্রিকইনফো

প্রতিটি দলই ঘরের মাঠে নিজেদের মতো সুবিধা নিয়ে প্রতিপক্ষদের চাপে রাখার চেষ্টা করে। তবে পাকিস্তান যেন নিজেদের ঘরেই ছিল বেশি দুর্ভাগা। গেল প্রায় সাড়ে তিন বছরে নিজেদের মাটিতে কোন টেস্ট জয়ের স্বাদ পায়নি পাকিস্তান। এবার সেই আক্ষেপ ঘুচেছে ইংল্যান্ডকে হারিয়ে। তবে তাও যেন সমালোচনা পিছু ছাড়ছে না তাদের।

ঘরের মাঠে কতটা অসহায় হয়ে পড়েছিল পাকিস্তান সেটা অনুমান করা যায় সম্প্রতি বাংলাদেশ সিরিজ দেখলেও। যেই টাইগারদের বিপক্ষে কখনো টেস্ট হারেনি পাকিস্তান, তাদের বিপক্ষেও ঘরের মাঠে হোয়াইটওয়াশ হয়েছিল স্বাগতিকরা। এমনকি ইংলিশদের বিপক্ষে চলমান সিরিজের প্রথম ম্যাচেও বড় ব্যবধানে হেরেছে শান মাসুদদের দল।

তবে এবার প্রায় সাড়ে তিন বছর ও ১৩ ম্যাচ পর ইংল্যান্ডকে হারিয়ে সিরিজের দ্বিতীয় ম্যাচে জয় তুলে নিয়েছিল পাকিস্তান। যেখানে অবাক করা বিষয়ে পেসারদের স্বর্গরাজ্যে দাপট দেখিয়েছে স্পিনাররা। মাত্র দুই স্পিন বোলার সাজিদ খান ও নোমান আলী সেই ম্যাচে তুলে নিয়েছিলেন প্রতিপক্ষের ২০ উইকেট।

Rawalpindi wicket

রাওয়ালপিন্ডির উইকেট তৃতীয় টেস্টের আগে।

এতে বোঝাই যায় জয়ের জন্য স্পিন ট্র্যাক তৈরি করেছিল স্বাগতিকরা। ঘরের মাঠে উইকেটের সুবিধা নিয়ে দীর্ঘদিন পর জয়ের স্বাদ পেয়েছে পাকিস্তান। এমন কিছু হয়তো পরিকল্পনাও করেনি ইংল্যান্ড। যদিও ম্যাচ জয়ের জন্য এমন উইকেট তৈরি করাকে স্বার্থপর মনোভাব হিসেবে দেখছেন সাবেক পাকিস্তানি পেসার শোয়েব আখতার।

আরও পড়ুন:

» জয় দিয়ে এমএলএস কাপ শুরু, মেসি গড়লেন বিরল কীর্তি

» রিয়াল মাদ্রিদ-বার্সেলানা ম্যাচসহ আজকের খেলা (২৬ অক্টোবর ২৪)

এক অনুষ্ঠানে কথা বলতে গিয়ে পাকিস্তানের ধারাবাহিক ব্যর্থতার কারণ হিসেবে শোয়েব আখতার উল্লেখ করেন দলে সঠিক জায়গায় যোগ্য ব্যক্তি নেই। এছাড়া নিজেদের মনোভাব নিয়েও প্রশ্ন তোলেন তিনে, ‘আপনি যখন কোনো জায়গায় সঠিক লোককে রাখবেন না এবং ভুল মনোভাব নিয়ে এগোবেন, তখন এমনটাই হবে।’

এরপর ইংল্যান্ডের বিপক্ষে জয় নিয়েও কথা বলেছেন এই সাবেক তারকা ক্রিকেটার। তিনি মনে করেন জয়ের জন্য এমন উইকেট তৈরি করে ভালো কিছু আশা করা যাবে না, ‘এখান থেকে (এমন উইকেটে জয় নিয়ে) আমরা কী করব? ম্যাচ জয়ের জন্য এমন স্বার্থপর মনোভাব দেখিয়ে আমরা এই ধরনের স্পিনিং উইকেট বানাতে পারি না।’

ক্রিফোস্পোর্টস/২৬অক্টোবর২৪/এফএএস

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট