চলতি বিপিএলের মাঝপথেই ঢাকায় প্রথম পর্বের শেষে ব্যক্তিগত কারণে দুবাই চলে গিয়েছিলেন পাকিস্তানের তারকা অলরাউন্ডার শোয়েব মালিক। পরে সেখানে থেকেই জানিয়ে দিয়েছিলেন, দশম আসরে আর খেলতে পারবেন না তিনি। একই সময়ে শোয়েবের বিরুদ্ধে বিপিএলে ম্যাচ ফিক্সিংয়ের মত গুরুতর অভিযোগও উঠেছিল। যদিও পরবর্তীতে উভয়পক্ষই অভিযোগটি উড়িয়ে দেয়। ফলে বিতর্কের জল গড়ানো সেখানেই থেমে যায়। এর মধ্যেই ফরচুন বরিশাল জানিয়েছে, বিপিএলে আবারও খেলতে বাংলাদেশে আসছেন শোয়েব মালিক।
আনুষ্ঠানিক বিবৃতির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছে ফ্র্যাঞ্চাইজিটি। তারা বলছে, ৩ ফেব্রুয়ারিতে আবার দলের সাথে যোগ দিবেন শোয়েব মালিক। সিলেট পর্বে খুলনার বিপক্ষে হওয়া ৩ ফেব্রুয়ারীর ম্যাচটিতে ফের মাঠে নামবেন তিনি।
এর আগে গত ২৩ জানুয়ারি রাতে হঠাৎ করে ঢাকা ছাড়েন এই তারকা অলরাউন্ডার। ফলে তার জায়গায় আরেক পাকিস্তানি ব্যাটসম্যান আহমেদ শেহজাদকে দলে ভেড়ায় বরিশাল। এছাড়া বিপিএলে শোয়েব আর খেলবেন না বলেও জানা গিয়েছিল। তবে সব শঙ্কা উড়িয়ে দিয়ে বিপিএলে আবারও শোয়েব খেলতে আসছেন বলে জানিয়েছে ফ্র্যাঞ্চাইজিটি।
সম্প্রতি মাঠ ও মাঠের বাইরে কিছুটা কঠিন সময়ই কাটছে শোয়েব মালিকের। নিজের সদ্য সমাপ্ত তৃতীয় বিয়ে নিয়ে পারিবারিকভাবে বেশ বিরূপ পরিস্থিতিতে আছেন তিনি। বিপিএলে এক ওভারে তিনটি নো বলসহ ১৮ রান দেয়ায় তার বিরুদ্ধে ম্যাচ ফিক্সিংয়ের অভিযোগও উঠেছিল। এমন একটি ওভারের কারণে দলের অধিনায়ক তামিম ইকবালও বিরক্তি প্রকাশ করেছিলেন। পরে শোয়েবকে আর বোলিংয়েও আনা হয়নি।
একজন স্পিনার এক ওভারে তিন বার ওভার স্টেপিং করাটা অসচরাচর বিষয়ই বটে। অনেকেই তাই এমন ঘটনায় ফিক্সিংয়ের গন্ধ খোঁজায় তৎপর ছিলেন। তবে এমন গুজব ফ্র্যাঞ্চাইজির মালিক মিজানুর রহমান উড়িয়ে দেয়ার পর শোয়েব নিজেও বিষয়টি নিয়ে কথা বলেন।
তিনি বলেন, ‘আমায় নিয়ে সম্প্রতি যে গুজব ছড়িয়েছে তা পরিস্কার করাটা জরুরী। এমন ভিত্তিহীন গুজব আমি কঠোরভাবে প্রত্যাখ্যান করছি। যে কোন তথ্য ছড়ানোর আগে অবশ্যই যাচাই করে দেখা উচিত। অন্যথায় এমন মিথ্যা মানুষের সুনামে আঘাত করা ছাড়াও বিভ্রান্তি তৈরি করতে পারে। তাই বিশ্বাসযোগ্য উৎস এবং স্বচ্ছতার মাধ্যমে তথ্যের সত্যতা নিশ্চিত করতে হবে।’
আরও পড়ুন: পাকিস্তানের নেতৃত্বে তিন ফরম্যাটেই একজনকে চান আফ্রিদি
ক্রিফোস্পোর্টস/৩১জানুয়ারি২৪/এমএস/এমটি