Connect with us
ক্রিকেট

পাকিস্তানের হয়ে খেলার আর আগ্রহ নেই শোয়েব মালিকের

Shoaib Malik
শোয়েব মালিক। ছবি - সংগৃহীত

জাতীয় দলের হয়ে টেস্ট ও ওয়ানডে ক্রিকেট থেকে অবসর নিয়েছেন আগেই। তবে আন্তর্জাতিক টি-টোয়েন্টি থেকে এখনো অবসর না নিলেও শেষ বার পাকিস্তানের জার্সি গায়ে শোয়েব মালিক মাঠে নেমেছেন ২০২১ সালের নভেম্বর মাসে। এরপর জাতীয় দল পাকিস্তানের হয়ে বিশ্বকাপজয়ী এই তারকা অলরাউন্ডারের প্রয়োজনীয়তা আর অনুভব করেনি।

যদিও ৪২ বছর বয়সী শোয়েব মালিকের ভীষণ ইচ্ছে ছিল ম্যান ইন গ্রিনদের হয়ে ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলা। কিন্তু এবারও সুযোগ পাননি তিনি। অতঃপর জাতীয় দলের হয়ে খেলতে আর আগ্রহ নেই বলে জানিয়েছেন ২০০৯ বিশ্বকাপজয়ী এই তারকা। তবে এখনই অবসরের আনুষ্ঠানিক ঘোষণাও দিতে চান না শোয়েব।

জাতীয় দলের হয়ে এই তারকার অভিষেক হয় ১৯৯৯ সালে উইন্ডিজদের বিপক্ষে ওয়ানডে সংস্করণের মধ্য দিয়ে। এরপর একে একে তিন সংস্করণেই দলের অপরিহার্য সদস্যে পরিণত হন এই অলরাউন্ডার। পাকিস্তানের বিভিন্ন গুরুত্বপূর্ণ জয়ে অবদান রাখা এই ক্রিকেটার ২০১৫ সালে টেস্ট ও ২০১৯ সালে ওয়ানডে সংস্করণ থেকে অবসর নিলেও আন্তর্জাতিক টি-টোয়েন্টি চালিয়ে যাচ্ছিলেন।

আরো পড়ুন : ক্রিকেটে ‘ট্যুর ফি’ ফিরিয়ে আনছে ইংল্যান্ড, কমাতে চায় অসমতা

এবার জাতীয় দলে নিজের ভবিষ্যত নিয়ে সিদ্ধান্ত জানালেন শোয়েব। দেশটির ক্রিকেট বিষয়ক ওয়েবসাইট ক্রিকেটপাকিস্তানকে দেয়া এক সাক্ষাৎকারে তাকে প্রশ্ন করা হয় জাতীয় দলে আর সুযোগ না পাওয়া প্রসঙ্গে। প্রতি উত্তরে তিনি বলেন, ‘আমার ক্যারিয়ার নিয়ে আমি সন্তুষ্ট। পাকিস্তানের হয়ে অনেকগুলো বছর আমি খেলেছি। জাতীয় দলে খেলার আর কোনো আগ্রহও নেই। আরো আগেই তো দুই সংস্করণকে বিদায় বলেছি। এখন শুধু সময়টা উপভোগ করার চেষ্টা করছি, বিভিন্ন জায়গায় লিগ ক্রিকেট খেলে বেড়াচ্ছি। সুযোগ পেলে তা কাজে লাগানোর চেষ্টা করছি।’

শোয়েবকে প্রশ্ন করা হয়, পাকিস্তানের হয়ে খেলার আগ্রহ নেই বলতে কি তিনি অবসরের ঘোষণা দিচ্ছেন? এর জবাবে তিনি জানান, ‘সেটা আমি আপাতত করছি না তবে আমার জাতীয় দলে খেলার আর আগ্রহ নেই। আর অবসরের ব্যাপারে আগেও আমি দু’একটি সাক্ষাৎকার বলেছি যে, সব ধরনের ক্রিকেট থেকে অবসরের সিদ্ধান্ত আমি এক ঘোষণায়ই জানাবো।’

উল্লেখ্য, পাকিস্তানের হয়ে তিন সংস্করণে শোয়েব মোট ৪৪৬ ম্যাচে ১১ হাজার ৮৬৭ রান ও ২১৮ উইকেট নিয়েছেন। এছাড়া ক্রিস গেইলের পর স্বীকৃত টি-টোয়েন্টিতে দ্বিতীয় সর্বোচ্চ রানের মালিকও চলতি বছরে পিএসএল ও বিপিএল মাতানো এই পাকিস্তানি তারকা।

ক্রিফোস্পোর্টস/২৭জুলাই২৪/এমএস

Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট