আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার আগ্রহ প্রকাশ করেছেন পাকিস্তানি অলরাউন্ডার শোয়েব মালিক। আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার পাশাপাশি ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপে পাকিস্তানের হয়ে শিরোপাও অর্জন করতে চান তিনি।
বয়সটা ৪১ হলেও এখনই নিজেকে জাতীয় দলের বিবেচনা থেকে বাদ দিচ্ছেন না শোয়েব মালিক। প্রায় তিন বছর আগে বাংলাদেশের বিপক্ষে শেষ আন্তর্জাতিক ম্যাচ খেলেছিলেন তিনি। সম্প্রতি আবারো পাকিস্তান জাতীয় দলে ফিরে আসার ইচ্ছা প্রকাশ করেছেন তিনি। পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) তাকে আমন্ত্রণ করলে পুনরায় পাকিস্তানের জার্সি গায়ে দিতে প্রস্তুত তিনি।
পাকিস্তানের স্থানীয় সংবাদ মাধ্যমে এই ইচ্ছার কথা জানিয়ে শোয়েব বলেন, আমি পাকিস্তানের হয়ে ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপ জিততে চাই। আমার ফিটনেস নিয়ে কোন সমস্যা নেই। আমি ঠিক ততটাই ফিট যতটা আমি আরো কম বয়সে ছিলাম। পাকিস্তান ক্রিকেট বোর্ড যখনই আমাকে ডাকবে তখনই আমি পাকিস্তানের হয়ে খেলার জন্য প্রস্তুত।
২০২১ সালে বাংলাদেশের বিপক্ষে সর্বশেষ আন্তর্জাতিক ম্যাচ খেলেন শোয়েব মালিক যা ছিলো একটি টি-টোয়েন্টি ম্যাচ। এরপর আর আন্তর্জাতিক ম্যাচ না খেললেও এখনো বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি লিগগুলোতে মাঠ ধাপিয়ে বেড়াচ্ছেন তিনি।
আসন্ন ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপটি অনুষ্ঠিত হবে ওয়েস্ট ইন্ডিজ ও যুক্তরাষ্ট্রে। এই সময়ের মধ্যে পিসিবির সাড়া পেলে আবারও পাকিস্তানের জার্সি গায়ে দেখা যেতে পারে শোয়েব মালিককে।
আরও পড়ুন: বিশ্বকাপ থেকে বাংলাদেশের আয় কত টাকা?
ক্রিফোস্পোর্টস/০২নভেম্বর২৩/এমটি