Connect with us
ক্রিকেট

বিশ্বকাপে প্রথম বাংলাদেশি আম্পায়ার হিসেবে ইতিহাস গড়লেন সৈকত

Crifo sports Shorfuddoula
স্বপ্ন পূরণ হয়েছে বাংলাদেশি আম্পায়ার শরফুদ্দৌলা ইবনে শহীদ সৈকতের

একজন প্লেয়ারের যেমন স্বপ্ন থাকে বিশ্বকাপের ম্যাচে খেলা তেমনি একজন আম্পায়ারেরও স্বপ্ন থাকে বিশ্বকাপের ম্যাচগুলোতে আম্পায়ারিং করা। গতকাল সেই স্বপ্নই পূরণ হয়েছে বাংলাদেশি আম্পায়ার শরফুদ্দৌলা ইবনে শহীদ সৈকতের।

গতকাল (শনিবার) দক্ষিণ আফ্রিকা এবং শ্রীলংকার মধ্যকার এবারের বিশ্বকাপের চতুর্থ ম্যাচটি অনুষ্ঠিত হয়। আর সেই ম্যাচে প্রথম বাংলাদেশি হিসেবে ম্যাচ পরিচালনা করে ইতিহাসের জন্ম দেন তিনি।

গতকালের ম্যাচটি ছিল বিশ্বকাপের একটি রেকর্ডময় ম্যাচ যার সাক্ষী হতে পেরেছিলেন সৈকত। এই ম্যাচে দলীয় সর্বোচ্চ ৪২৮ রানের রেকর্ড গড়ে প্রোটিয়ারা। আর উভয় ইনিংস মিলিয়ে ৭৫৪ রান হয় যা এখন পর্যন্ত বিশ্বকাপে সর্বোচ্চ।

এর আগে এক ম্যাচে সর্বোচ্চ রান ছিলো ৭১৪ যা হয়েছিল ২০১৯ বিশ্বকাপে বাংলাদেশ-অস্ট্রেলিয়া ম্যাচে।এছাড়া বিশ্বকাপের এক ইনিংসে তিন সেঞ্চুরি করে নতুন রেকর্ডেরও জন্ম দেয় প্রোটিয়ারা।

বিশ্বকাপে আম্পায়ার হিসেবে সৈকতের প্রথম ম্যাচ। এমনিতেই দিনটি তার স্মরণীয় হয়ে থাকার কথা। তার সাথে এতসব রেকর্ডের জন্ম দেয়া ম্যাচটি হয়তো চাইলেও তিনি কখনো ভুলতে পারবেন না।

গত সেপ্টেম্বরে বিশ্বকাপের জন্য আম্পায়ারদের তালিকা প্রকাশ করে আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা(আইসিসি)। সেখানে প্রথম বাংলাদেশি আম্পায়ার হিসেবে জায়গা করে নেন তিনি।

আরও পড়ুন: ‘আমরা তোমাকে কখনো ভুলব না’

ক্রিফোস্পোর্টস/৮অক্টোবর২৩/এমটি/এজে

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট