Connect with us
ক্রিকেট

আইপিএলে লখনৌর হয়ে খেলার প্রস্তাব পেয়েছিলেন শরিফুল!

Shoriful got an offer to play for Lucknow in IPL
শরিফুলকে খেলার প্রস্তাব দিয়েছিল লখনৌ। ছবি- সংগৃহীত

চলমান আইপিএলে বাংলাদেশের একমাত্র প্রতিনিধি হিসেবে খেলছেন কাটার মাস্টার মুস্তাফিজুর রহমান। চেন্নাই সুপার কিংসের হয়ে ইতোমধ্যে পাঁচ ম্যাচে ১০ উইকেট শিকার করে দলের সর্বোচ্চ উইকেটও টাইগার পেসারের দখলে। তবে মুস্তাফিজ ছাড়াও এবারের আইপিএলে খেলার ডাক পেয়েছিলেন আরও এক টাইগার পেসার।

মুস্তাফিজ চেন্নাইয়ের হয়ে তার আগের রূপে ফিরলেও গত ১ বছরে জাতীয় দলের জার্সিতে তেমন একটা আলো ছড়াতে পারেননি। অন্য দিকে শুরুতে তেমন নজর কাড়া বোলিং না করলেও চলতি বছরে লাল-সবুজ জার্সিতে সেরা পেসার শরিফুল ইসলাম। টাইগারদের হয়ে সফলতম এই বাঁ হাতি আলো ছড়াচ্ছেন ডিপিএলেও। তার বল হাতে ছড়ানো দ্যুতি নজর কেড়েছিল আইপিএলের দল লখনৌ সুপার জায়ান্টসেরও। ফ্র্যাঞ্চাইজিটি শরিফুলকে তাদের হয়ে খেলার প্রস্তাবও পাঠিয়েছিল।

দেশের এক বেসরকারি টিভি চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে এমনটাই জানিয়েছেন টাইগার পেসার। আজ (১৮ এপ্রিল) ডিপিএলে আবাহনীর হয়ে ম্যাচ শেষে শরিফুল বলেন, ‘লখনৌ থেকে আমাকে মেসেজ দিয়েছিল যে তারা আমাকে দলে নিতে চায়। কিন্তু বিসিবি থেকে দেওয়া এনওসির সময়টা খুব কম থাকায় তারা পরে আর রেসপন্স করেনি। বোর্ড থেকে সময়টা আরেকটু বেশি পাওয়া গেলে হয়তো এবারই সম্ভব হতো। অবশ্য সামনেই জিম্বাবুয়ে সিরিজের জন্য এনওসির সময়টা কম পেয়েছি।’

বর্তমানে জাতীয় দলের হয়ে তিন সংস্করণেই পেস বিভাগের আক্রমণে নেতৃত্ব দিয়ে যাচ্ছেন এই বাঁ হাতি পেসার। চলতি বছরে টাইগারদের সফলতম বোলারও তিনি। কিন্তু জাতীয় দলে শুরুর জার্নিটা মোটেই সহজ ছিল না তার। চোটের কারণে সেভাবে নিজের জাত চেনাতে পারছিলেন না অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপজয়ী শরিফুল। তবে এখন আছেন ক্যারিয়ারের সেরা ফর্মে। আজও আবাহনীর হয়ে শেখ জামাল ধানমন্ডি ক্লাবের বিপক্ষে ৪ উইকেট শিকার করে হয়েছেন ম্যাচসেরা।

জাতীয় দলের খেলা থাকায় এবারে আইপিএল খেলার স্বপ্ন অধরা থেকে গেলেও আশাহত হচ্ছেন না তিনি। ফর্ম ধরে রাখতে পারলে ভবিষ্যতে আবারও আইপিএলে ডাক পাবেন বলে বিশ্বাস শরিফুলের, ‘ফর্ম ধরে রেখে সুস্থ থাকতে পারলে একদিন আইপিএলে খেলবো ইনশাআল্লাহ। ওই সময়ে জাতীয় দলে কোনো খেলা না থাকলে খেলার ইচ্ছা তো আছেই।’

আরও পড়ুন: চেন্নাই দলে মুস্তাফিজের বদলে সুযোগ পেলেন ইংলিশ পেসার 

ক্রিফোস্পোর্টস/১৮এপ্রিল২৪/এমএস/বিটি

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট