দেশের পরিস্থিতি কিছুটা অস্থিতিশীল থাকায় পাকিস্তান সফরকে সামনে রেখে অনুশীলনের তেমন সুযোগ পায়নি বাংলাদেশ। দেশের ক্রিকেটের এমন বাজে সময়ে পাশে দাঁড়ায় পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। বাংলাদেশের ক্রিকেটারদের আগাভাগেই পাকিস্তানে গিয়ে অনুশীলনের আমন্ত্রণ জানায় তারা। পিসিবির আমন্ত্রণে সাড়া দিয়ে সফরের সময় কয়েকদিন এগিয়ে গত ১২ আগস্ট পাকিস্তানের উদ্দেশ্যে ঢাকা ছাড়ে টাইগাররা।
বর্তমানে পাকিস্তানের লাহোরে অবস্থান করছে জাতীয় দলের ক্রিকেটাররা। রাওয়ালপিন্ডি টেস্টকে সামনে রেখে লাহোর গাদ্দাফি স্টেডিয়ামে আজ (শুক্রবার) তৃতীয় দিনের মতো অনুশীলন করেছে শান্তরা। অনুশীলন শেষে সংবাদ সম্মেলনে এসেছিলেন টাইগার পেসার শরিফুল ইসলাম। সেখানে পিসিবির প্রশংসা করেন এই ক্রিকেটার।
পাকিস্তানে অনুশীলনের সুযোগ-সুবিধায় মুগ্ধ হয়ে পিসিবিকে ধন্যবাদ জানান শরিফুল। তিনি বলেন, ‘পিসিবিকে অসংখ্য ধন্যবাদ। আমাদের অনুশীলনের জন্য দারুণ সুযোগ-সুবিধা রেখেছে। এইখানে অনুশীলন করাটা দারুণ উপভোগ করেছি।’
আরও পড়ুন:
» বাবরকে নিয়ে সাবেক পাকিস্তানি তারকার এ কেমন মন্তব্য!
» বাংলাদেশ-পাকিস্তান প্রথম টেস্ট ম্যাচ শঙ্কার মুখে!
পাকিস্তানের লাহোরে বেশ গরম। তাই সেখানে মানিয়ে নিতে কিছুটা বেগ পেতে হয়েছে শরিফুলদের। তাছাড়া পাকিস্তানে খুব বেশি খেলার সুযোগ না থাকায় সেখানে ভালোভাবেই মানিয়ে নিতে হবে বলে মনে করেন শরিফুল, ‘এইখানে বেশ গরম। আমাদের মানিয়ে নিতে হয়েছে। ইসলামাবাদেও কিছুটা গরম। তাছাড়া পাকিস্তানে আমাদের অত বেশি ক্রিকেট খেলার অভিজ্ঞতা নেই। তাই এইখানে খুব ভালোভাবে মানিয়ে নিতে হবে।’
আজ লাহোরে শেষদিনের মতো অনুশীলন করেছে টাইগাররা। আগামীকাল শনিবার (১৭ আগস্ট) ইসলামাবাদে চলে যাবে টাইগাররা এবং সেখানে চলবে বাকী অনুশীলন। এরপর ২১ আগস্ট মাঠে গড়াবে সিরিজের প্রথম টেস্ট।
ক্রিফোস্পোর্টস/১৬আগস্ট২৪/বিটি