Connect with us
ক্রিকেট

পাকিস্তানের যে ক্রিকেটারের উইকেট নেয়ার স্বপ্ন শরিফুলের

Shoriful's dream is to take the wicket of Babar Azam
প্রথম টেস্টের আগে অনুশীলনে ঘাম ঝরাচ্ছেন শরিফুল। ছবি- সংগৃহীত

পাকিস্তানের মাটিতে দুটি টেস্ট খেলতে কিছুটা আগেভাগেই দেশ ছেড়েছে বাংলাদেশ দল। ঐতিহাসিক লাহোর গাদ্দাফি স্টেডিয়ামে টাইগারদের প্রস্তুতি চলছে পুরোদমে। রাওয়ালপিন্ডি টেস্টকে সামনে রেখে শুক্রবার (১৬ আগস্ট) তৃতীয় দিনের মতো অনুশীলন করেছে শান্ত-সাকিবরা। অনুশীলন শেষে সংবাদ সম্মেলনে এসে এই সিরিজে নিজের লক্ষ্যের কথা জানিয়েছেন টাইগার পেসার শরিফুল ইসলাম।

বর্তমান সময়ের অন্যতম সেরা ক্রিকেটার বাবর আজম। পাকিস্তানের এই তারকা ক্রিকেটারদের উইকেট নেওয়ার স্বপ্ন শরিফুলের। সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘আমার স্বপ্ন বাবর ভাইয়ের উইকেট নেওয়া। তার সবগুলো উইকেট আমি নিতে চাই। তিনি অনেক বড় মাপের ক্রিকেটার। তাই উইকেট নেওয়াটা বেশ কঠিন হবে।’

পাকিস্তানের কন্ডিশন নিয়ে তিনি বলেন, ‘এইখানে বেশ গরম। আমাদের মানিয়ে নিতে হয়েছে। ইসলামাবাদেও কিছুটা গরম। তাছাড়া পাকিস্তানে আমাদের অত বেশি ক্রিকেট খেলার অভিজ্ঞতা নেই। তাই এইখানে খুব ভালোভাবে মানিয়ে নিতে হবে।’

আরও পড়ুন:

» অনির্দিষ্টকালের জন্য ক্রিকেটের বাইরে শ্রীলঙ্কান খেলোয়াড়

» অনুশীলনের সুযোগ-সুবিধায় মুগ্ধ হয়ে পিসিবির প্রশংসায় শরিফুল 

শরিফুল সবশেষ আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন প্রায় তিন মাস আগে। বল হাতে দারুণ ছন্দে থাকা এই পেসার মাঝে ইনজুরির কারণে বিশ্বকাপের মূল পর্বে খেলতে পারেননি। সম্প্রতি দুটি ফ্রাঞ্চাইজি লিগে খেলেছেন তিনি। সেখানে বল হাতে ভালো করেছেন এই ক্রিকেটার।

আগামী ২১ আগস্ট রাওয়ালপিন্ডিতে প্রথম টেস্ট খেলবে বাংলাদেশ। সেখানকার উইকেট ঘাস থাকার সম্ভাবনা রয়েছে। এতে পেসাররা বাড়তি সুবিধা পাবে। সেক্ষেত্রে শরিফুলের সামনে দারুণ সুযোগ রয়েছে নিজের সেরাটা দেওয়ার।

ক্রিফোস্পোর্টস/১৭আগস্ট২৪/বিটি

Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট