Connect with us
ক্রিকেট

সাকিব-মাহমুদউল্লাহর কি অবসর নেওয়া উচিত? যা বললেন ফাহিম

What is Fahim saying about Shakib-Mahmudullah's Retirement
সাকিব-মাহমুদউল্লাহর অবসর প্রসঙ্গে কথা বলেছেন নাজমুল আবেদীন ফাহিম।ছবি- সংগৃহীত

বাংলাদেশ ক্রিকেটের অন্যতম বড় দুই তারকা সাকিব আল হাসান ও মাহমুদউল্লাহ রিয়াদ। বর্তমানে জাতীয় টি-টোয়েন্টি দলে তারাই সবচেয়ে সিনিয়র ও অভিজ্ঞ ক্রিকেটার। এক যুগেরও বেশি সময় ধরে দেশের ক্রিকেটের প্রতিনিধিত্ব করেছেন তারা। তবে সাম্প্রতিক সময়ে ক্রিকেটের ক্ষুদ্র সংস্করণে তারা আশানুরূপ পারফরম্যান্স করতে পারছেন না। যার ফলে এই দুই তারকাকে নিয়ে আলোচনা-সমালোচনা চলছে। পাশাপাশি বয়সটাও বেশি হওয়ায় অনেকে তাদের অবসর নিয়েও কথা বলছেন।

চলমান টি-টোয়েন্টি বিশ্বকাপে সাকিব-মাহমুদউল্লাহ প্রত্যাশা অনুযায়ী পারফরম্যান্স করতে পারেননি। সাকিব ৬ ইনিংসে ২২ গড় ও ১০৭.৭৭ স্ট্রাইক রেটে ১১১ রান করেছেন। আর বল হাতে ৫ ইনিংসে কেবল ৩ উইকেট শিকার করেছেন। যেখানে ওভারপ্রতি ৮.৩২ গড়ে রান দিয়েছেন। অন্যদিকে মাহমুদউল্লাহ ৬ ইনিংসে ১৭.৮০ গড় ও ৯৬.৭৪ স্ট্রাইক রেটে ৮৯ রান করেছেন। এমন হতাশাজনক পারফরম্যান্সের পর টি-টোয়েন্টি ক্রিকেটে তাদের শেষ দেখছেন অনেকেই।

সম্প্রতি তাদের অবসর প্রসঙ্গে গণমাধ্যমের সঙ্গে কথা বলেছেন কোচ এবং ক্রিকেট বিশ্লেষক নাজমুল আবেদীন ফাহিম। তিনি মনে করেন, মোটামুটি ফর্মে থাকা অবস্থায় তাদের অবসর নেওয়া উচিত।

আরও পড়ুন: 

» ভারত-অস্ট্রেলিয়া ম্যাচে বৃষ্টির শঙ্কায় বাংলাদেশের লাভ কতটুকু?

» টিকে থাকার মিশনে রাতে ক্রোয়েশিয়ার মুখোমুখি বর্তমান চ্যাম্পিয়ন ইতালি

বিকেএসপির এই ক্রিকেট উপদেষ্টা বলেন, ‘এটা ওরা বুঝবে (কখন অবসর নিতে হবে)। সিদ্ধান্তটা ওদের নেওয়া উচিত। ওদেরও বুঝতে হবে একটা সময় আসে যখন সবারই চোখে পড়ে কে ভালো খেলছে, আর কে খারাপ খেলছে। দলে কার অবদান রাখার সুযোগ আছে, কার নেই।’

তার মতে মোটামুটি ছন্দ থাকাকালেই তাদের অবসর নেয়া উচিত, ‘এখানে কিন্তু একটা দায়বদ্ধতার ব্যাপারও আছে। ওরা যে ধরনের ক্রিকেট খেলেছে, ওদেরই উচিত মোটামুটি ফর্ম থাকা অবস্থায় অবসরে যাওয়া। যাতে ওরা দলের বোঝা হয়ে না দাঁড়ায়। সাকিব নিজেও বলেছে, যেদিন সে ড্রাইভিং সিটে থাকবে না সেদিন থেকে আর খেলবে না। সিদ্ধান্তটা এখন নিজের থেকে আসা উচিত।’

ক্রিফোস্পোর্টস/২৪জুন২৪/বিটি

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট