বিশ্বকাপ শুরুর আগে থেকেই বাবর-শুবমানের মধ্যে ওয়ানডে র্যাঙ্কিংয়ে শীর্ষস্থান দখল নিয়ে বেশ ‘লড়াই’ চলছিলো। তবে অনেক দিন ধরেই বাবরের থেকে শীর্ষস্থান বাগাতে পারছিলেন না গিল। অবশেষে বিশ্বকাপ শুরুর প্রায় এক মাস পর বাবরকে দুইয়ে ঠেলে ওয়ানডে র্যাংকিংয়ের ১ নম্বর আসন দখল করলেন এই ভারতীয় ওপেনার।
যদিও বাবর-শুবমান কেউই বিশ্বকাপে তেমন রান বন্যা দেখাতে পারেননি। তবে সর্বশেষ করা হালনাগাদে বাবরকে টপকে ঠিকই সেরার আসনে উঠে এসেছেন এই ভারতীয় সেনসেশন। ৮৩০ রেটিং পয়েন্ট নিয়ে শীর্ষস্থানে আছেন গিল। দুইয়ে থাকা বাবর ৮২৪ পয়েন্ট নিয়ে গিলের ঠিক ঘাড়েই যেন নিঃশ্বাস ফেলছেন।
সেরা দশে সবচেয়ে বেশি এগিয়েছেন বিরাট কোহলি ও কুইন্টন ডি কক। বিশ্বকাপে অসাধারণ পারফর্ম করে সবচেয়ে বেশি রান সংগ্রাহক ডি কক আছেন র্যাংকিংয়ের ৩ নম্বরে। আসরের দ্বিতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক কোহলি আছেন র্যাংকিংয়ের চারে। অজি ওপেনার ডেভিড ওয়ার্নারের অবস্থান ৫ নম্বরে। ভারতের ক্যাপ্টেন রোহিত শর্মা আছেন ৬ নম্বরে আর বিশ্বকাপে আফগানিস্তানের ইতিহাসে করা প্রথম সেঞ্চুরিয়ান ইব্রাহিম জাদরান ৭ ধাপ এগিয়ে উঠে এসেছেন তালিকার ১২ নম্বরে।
বোলারদের র্যাংকিংয়ে সেরা পাঁচ জনের তিন জনই অবশ্য স্পিনার। এখনও শীর্ষস্থান ধরে রেখেছেন মোহাম্মদ সিরাজ। দুইয়ে কেশব মহারাজ, তিনে অলরাউন্ডার অ্যাডাম জাম্পা এবং চার নম্বরে আছেন ভারতের কুলদীপ যাদব। শাহীন শাহ আফ্রিদি ও জশ হ্যাজেলউড যৌথভাবে তালিকার ৫ নম্বর স্থানে অবস্থান করছেন।
আরও পড়ুন: জয়সূচক ঝড়ো ইনিংস খেলেও সন্তুষ্ট নন ম্যাক্সওয়েল
ক্রিফোস্পোর্টস/০৮নভেম্বর২৩/এমএস/এমটি