রাওয়ালপিন্ডিতে মেহেদী হাসান মিরাজের পর এবার দ্বিতীয় টেস্টের দ্বিতীয় ইনিংসে পাঁচ উইকেট শিকার করেছেন হাসান মাহমুদ। পাকিস্তানের মাটিতে প্রথম বাংলাদেশী পেসার হিসেবে এক ইনিংসে পাঁচ উইকেট শিকারের কীর্তি গড়েছেন তিনি। এতে রাওয়ালপিন্ডির অনার্স বোর্ডে নাম উঠেছে এই পেসারের।
লাল বলের ক্রিকেটে প্রথমবারের মতো এমন কীর্তি গড়েছেন হাসান মাহমুদ। গতকাল চতুর্থ দিনের খেলায় পাকিস্তানের সবকটি উইকেট তুলে নেন টাইগার পেসাররা। যার মধ্যে অর্ধেক শিকার একাই করেছেন হাসান। এদিন মীর হামজার উইকেট তুলে নিজের ফাইফার পূরণের পর মাঠেই সিজদায় লুটিয়ে পড়েন তিনি।
সৃষ্টিকর্তাকে ধন্যবাদ জানিয়ে হাসান মাহমুদের সিজদায় লুটিয়ে পড়ার ছবিটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ঘুরে বেড়াচ্ছে। ক্রিকেট সংশ্লিষ্ট খেলাধুলা বিষয়ক ওয়েবসাইট ইএসপিএন-ক্রিকইনফো আজ সকালে হাসান মাহমুদের সেই সিজদার ছবি তাদের অফিসিয়াল পেইজে পোস্ট করে লিখেছে, ‘শুভ সকাল। এটি বাংলাদেশের জন্য একটি বড় দিন।’
গতকাল বাংলাদেশকে জয়ের পথে এগিয়ে রাখতে বল হাতে দলকে নেতৃত্ব দিয়েছেন হাসান মাহমুদ। ১০.৪ ওভার হাত ঘুরিয়ে ৪৩ রান খরচায় ৫ উইকেট নিজের পকেটে পুড়েন এই পেসার। এদিন তিনি একে একে শিকার করেছেন আব্দুল্লাহ শফিক, খুররাম শেহজাদ, মোহাম্মদ রিজওয়ান, মোহাম্মদ আলী ও মীর হামজার উইকেট।
পাকিস্তানের দেওয়া ১৮৫ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে গতকাল উড়ন্ত শুরু করেছিল বাংলাদেশ। তবে আজ দিনের শুরুতে দুই ওপেনারের ঝড়ো ব্যাটিং করা জাকির হাসান ও দেখে শুনে খেলা সাদমান ইসলাম বিদায় নেন। তবে এরনর উইকেটের দুই প্রান্ত আগলে রেখেছেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত ও মমিনুল হক।
পঞ্চম দিনের মধ্যাহ্ন বিরতির আগ পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ২ উইকেট হারিয়ে ১২২ রান। জাকিরের ব্যাট থেকে আসে ৩৯ বলে ২ ছক্কা ও ৩ বাউন্ডারিতে ৪০ রান। আর সাদমান করেন ৫১ বলে ২৪ রান। বর্তমানের শান্ত ৬৮ বল ৩৩ ও মমিনুল ৪৬ বলে ২২ রান করে অপরাজিত আছেন। ইতিহাস গড়ার জন্য বাংলাদেশের প্রয়োজন আর মাত্র ৬৩ রান।
আরও পড়ুন: ৫ উইকেটের কীর্তি গড়ে যা বললেন হাসান মাহমুদ
ক্রিফোস্পোর্টস/৩সেপ্টেম্বর২৪/এফএএস