Connect with us
ক্রিকেট

রেকর্ড গড়ার রাতে সতীর্থদের নিয়ে হতাশ সিকান্দার রাজা

Sikandar Raza
সিকান্দার রাজা। ছবি- সংগৃহীত

টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচ জয় দিয়ে শুরু করলেও পরপর দুই বাচে হেরে আফগানিস্তানের কাছে সিরিজ খুয়িয়েছে জিম্বাবুয়ে। গতকাল নিজেদের ব্যাটিং ব্যর্থতায় ৩ উইকেটে ম্যাচ পরাজিত হয় সিকান্দার রাজার দল। তবে দল হারলেও এদিন নতুন এক রেকর্ড করেছেন জিম্বাবুয়ের এই অধিনায়ক।

সিকান্দার রাজাকে বলা হয় ছোট দলের বড় তারকা। প্রতিনিয়ত নিজের দারুন পারফরম্যান্স দলকে টেনে নিয়ে যাচ্ছেন এই অলরাউন্ডার। এবার বল হাতে দারুন এক রেকর্ড গড়লেন। এই ম্যাচে দুই উইকেট তুলে নিয়ে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে জিম্বাবুয়ের সর্বোচ্চ উইকেট শিকারি বনে গেছে তিনি।

বর্তমানে সিকান্দার রাজা টি টোয়েন্টিতে উইকেট সংখ্যা ৭৯টি। গতকাল আজমাতউল্লাহ ওমারজাই ও গুলবাদিন নাইবের উইকেট তুলে নেন রাজা। এতে সর্বোচ্চ উইকেট শিকারির তালিকায় দুইয়ে থাকা রিচার্ড এনগারাভা পেছনে ফেলেছেন তিনি। এনগারাভা এখন পর্যন্ত টি-টোয়েন্টিতে ৭৮ উইকেট পেয়েছেন।

তবে এমন রেকর্ড গড়ার রাতটাও জয় দিয়ে রাঙাতে পারেননি সিকান্দার রাজা। তারা ম্যাচ হেরেছে মূলত ব্যাটিংয়ে। যেখানে আগে ব্যাট করতে নেমে মাত্রা ১২৭ রানে গুটিয়ে যায় জিম্বাবুয়ে। যদিও ভালো ব্যাটিং করে ম্যাচ জমিয়ে তুলেছিল দলটি, তবে শেষ পর্যন্ত বাঁচাতে পারেনি সিরিজ।

রান তাড়া করতে নেমে শেষ ওভার পর্যন্ত অপেক্ষা করতে হয় আফগানিস্তানকে। তবে তুই বল বাকি থাকতে ম্যাচ হারার পর জিম্বাবুয়ে অধিনায়ক সিকান্দার রাজা হতাশা প্রকাশ করেছেন সতীর্থদের প্রতি। যেখানে তার দাবি বারবার ভুল শট সিলেকশনে আউট হচ্ছে দলের ব্যাটাররা। উইকেট অনুযায়ী কম রান হওয়ার কথা জানান তিনি।

আরও পড়ুন:

» টি-টোয়েন্টি বিশ্বকাপ বাছাইয়ে আজ সন্ধ্যায় মাঠে নামবে আর্জেন্টিনা

» পয়েন্ট হারাল রিয়াল মাদ্রিদ, হাতছাড়া করল শীর্ষে ওঠার সুযোগ

ম্যাচ শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে রাজা বলেন, ‘আমার মতে এটা ১২৭ রানের উইকেট নয়। ১৫০ রানও কম হয়ে যেতে পারত। আমরা ঠিকমতো স্ট্রাইক রোটেট না করে বড় শটের ওপর বেশি নির্ভর করেছি। একই ঘটনা বারবার হওয়ায় বেশ হতাশ লাগছে। যদি আমাদের আউটগুলো দেখি, অধিকাংশ ক্রিকেটারই বাজে শট খেলে উইকেট বিলিয়েছে।’

জিম্বাবুয়ে অধিনায়ক আরও বলেন, ‘আমরা উইকেট নিতে মরিয়া ছিলাম। যখন আপনি দেখবেন, আমাদের পেসাররা এবং ফিল্ডাররা তাদের সর্বোচ্চ এফোর্ট দিয়ে চেষ্টা করেছে গেছে। তবে ১২৭ কখনোই যথেষ্ট হতে পারে না। সাধ্যমত চেষ্টা করেছি তবে সেটা কাজে দেয়নি। আর অতিরিক্ত রানগুলো ভুগিয়েছে।’

১২৮ রান ডিফেন্ড করতে গিয়ে ১৬ টি হোয়াইটসহ মোট ১৭ রান অতিরিক্ত দেয় জিম্বাবুয়ে বোলাররা। সেটাও ম্যাচ বের করে আনতে না পারার কারণ। এছাড়া মিডল অর্ডারে এদিন দলের ভরসা হতে পারেননি সিকান্দার রাজা নিজেও। এবার টি-টোয়েন্টি সিরিজ ২-১ ব্যবধানে হারের পর ওয়ানডে সিরিজেও আফগানদের বিপক্ষে মাঠে নামবে জিম্বাবুয়ে।

ক্রিফোস্পোর্টস/১৫ডিসেম্বর২৪/এফএএস

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট