বর্তমানে গোটা ক্রিকেট বিশ্ব আচ্ছন্ন হয়ে আছে ২০২৩ বিশ্বকাপকে ঘিরে। তবে ভারতে অনুষ্ঠিত বিশ্বকাপে এবার সুযোগ না মেলায় জিম্বাবুয়ে এখন ব্যস্ত নামিবিয়ার বিপক্ষে ৫ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ নিয়ে। গতকাল এই সিরিজেরই দ্বিতীয় ম্যাচে রাজার অনবদ্য ব্যাটিংয়ে নামিবিয়ার বিপক্ষে ৫ উইকেটের জয় পেয়েছে জিম্বাবুয়ে।
সিরিজের প্রথম ম্যাচ হারলেও গতকাল ম্যাচ জয়ের সাথে সাথে শুরুতে টসেও জয় পায় জিম্বাবুয়ে। টস হেরে ব্যাট করা নামিবিয়া নির্ধারিত ২০ ওভার শেষে ১৯৮ রানের বিশাল সংগ্রহ দাঁড় করায়। নামিবিয়ার হয়ে মাইকেল ভ্যান লিঙ্গেন করেন ৩৭ বলে ৬৭ রান এবং নিকোলাস ডেভিন ৪৪ বলে ৬০ রানের ইনিংস খেলেন। এরাসমাস করেন ২৮ বলে ৩৮ রান।
জবাবে রান তাড়ায় নেমে নির্ধারিত ওভার শেষে ৫ উইকেটে জয় তুলে নেয় জিম্বাবুয়ে। দলের ভালো শুরুতে দুই ওপেনার ইনোসেন্ট কাইয়া ৩০ বলে ৩৭ রান এবং নিক ওয়েলচ ১৯ বলে ২৫ রান করেন। পরে সিকান্দার রাজার ৩৫ বলে ৮২ রানের বিধ্বংসী ইনিংসে জয় তুলে নেয় হিথ স্ট্রিকের উত্তরসূরীরা।
এই জয়ের মাধ্যমে টি-টোয়েন্টিতে তারা নিজেদের ইতিহাসে সর্বোচ্চ রান তাড়া করে জয়ের রেকর্ড গড়লো। এর আগে স্কটল্যান্ডের বিপক্ষে ১৭৭ রান তাড়া করে জেতার রেকর্ড ছিল জিম্বাবুয়ের জন্য সর্বোচ্চ। ২০২১ সালে এই কীর্তি গড়ে তারা।
আরো একটি কীর্তি গড়েছে সিকান্দার রাজা। ২০ ওভারের ক্রিকেটে জিম্বাবুয়ের হয়ে এক ইনিংসে সবচেয়ে বেশি ছয় মারার রেকর্ড এখন রাজার। ৮২ রানের ইনিংসে ৩ চারের সাথে রাজা ছয় হাঁকান ৯ টি। এর আগে ভারতের বিপক্ষে ২০১৬ সালে ২৬ বলে ৫৪ রানের ইনিংস খেলার সময়ে এলটন চিগুম্বুরা ১ চারের সাথে ছক্কা মেরেছিলেন ৭ টি যা এতো দিন ইনিংসে সর্বোচ্চ সংখ্যক ছয়ের রেকর্ড ছিল।
আরও পড়ুন: মাহমুদুল্লাহকে নিয়ে যা লিখলেন কোচ নাজমুল আবেদীন ফাহিম
ক্রিফোস্পোর্টস/২৬অক্টোবর২৩/এমএস/এসএ