Connect with us
ক্রিকেট

ইতিহাস গড়া ম্যাচের পর দুঃসংবাদ পেলেন সিকান্দার রাজা

সিকান্দার রাজা। ছবি- গুগল

ঐতিহাসিক ম্যাচে রেকর্ড গড়ার রাতে মাঠের ঘটনায় শাস্তি পেয়েছেন সিকান্দার রাজা। আয়ারল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে কার্টিস ক্যাম্ফারের সাথে মাঠেই বাকবিতন্ডায় জড়ান তিনি। তর্কের এক পর্যায়ে ক্যাম্পারকে ব্যাট উচিয়ে মারতে যান রাজা। ম্যাচে এমন কাণ্ডে আইসিসির শাস্তির মুখোমুখি হতে হয়েছে জিম্বাবুয়ের এই অলরাউন্ডারকে

দিবারাত্রির সেই ম্যাচে এমন আগ্রাসী ঘটনার কারণে দুই ম্যাচের জন্য নিষেধাজ্ঞায় পড়তে হয় তাকে। এতে করে আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজের দ্বিতীয় ম্যাচে মাঠে নামা হয়নি তার। নিষেধাজ্ঞার পাশাপাশি ম্যাচ ফির ৫০ শতাংশ জরিমানা করা হয় রাজাকে। পেয়েছেন দুই ডিমেরিট পয়েন্ট।

মূলত ২৪ মাসের মধ্যে কোন ক্রিকেটার চারটি ডিমেরিট পয়েন্ট পেলে তাকে দুই ম্যাচের জন্য নিষিদ্ধ করা হয়। গেল ২৪ মাসে এই নিয়ে রাজার ডিমেরিট পয়েন্ট জমা হয়েছে চারটি। এতে করে এমন শাস্তির মুখে পড়তে হয় তাকে।

এই ঘটনার সাথে জড়িত দুই আইরিশ ক্রিকেটার ক্যাম্ফার ও জশ লিটলকেও পেতে হয়েছে শাস্তি। নিষিদ্ধ হতে না হলেও ম্যাচ ফির ১৫ শতাংশ জরিমানা করা হয়েছে তাদের। দুজকেই দেওয়া হয়েছে একটি করে ডিমেরিট পয়েন্ট। যা তাদের ২৪ মাসের মধ্যে প্রথমবারের মতো। তাই বড় শাস্তি হতে বেঁচে গেছেন তারা।

ঘটনার সূত্রপাত হয় জিম্বাবুয়ের ব্যাটিং ইনিংসের ১৪তম ওভারে। রাজার ব্যাটিংয়ের সময় বারবার লিটল তাকে স্লেজিং করছিলেন। ওভারের প্রথম ৪ বল পর্যন্ত চুপচাপ ঠায় দাড়িয়ে ব্যাটিং করছিলেন রাজা। তবে পঞ্চম বলে দৌড়ে রান নেওয়ার পথে লিটল ক্রিজের মাঝে এসে দাঁড়ালে রেগে যান তিনি। এতে করে দুজন জড়ান তর্কে।

সতীর্থের হয়ে এ সময় ম্যাচে রাজার সঙ্গে বাকবিতন্ডায় জড়ান ক্যাম্ফারও। এতে করেই মেজাজ হারান সিকান্দার রাজা। ব্যাট হাতে তেড়ে যান ক্যাম্ফারের দিকে। তাকে থামাতে ছুটে আসেন দুই অনফিল্ড আম্পায়ার ফরস্টার মুটিজওয়া ও আইনো চাবি। পরিস্থিতি সামাল দিতে আয়ারল্যান্ড অধিনায়ক পল স্টার্লিং আসেন এগিয়ে। পরিস্থিতি ঠান্ডা হলে আবার শুরু হয় খেলা।

এমন ঘটনার পর নিষেধাজ্ঞার কারণে সিরিজের দ্বিতীয় ম্যাচে মাঠে নামতে পারেননি তিনি। তাই এই ম্যাচে অধিনায়কত্ব করতে হয় শেন উইলিয়ামসের। সিরিজের দ্বিতীয় ম্যাচে জিম্বাবুয়েকে চার উইকেটে হারায় আয়ারল্যান্ড। এতে করে তিন ম্যাচ সিরিজ এখন রয়েছে সমতায়। সিরিজ নির্ধারণী ম্যাচ আয়োজিত হবে আজ বিকেল পাঁচটায়।

আরও পড়ুন: যে রেকর্ড চাননি, তাই এলো মুশফিকের কাঁধে

ক্রিফোস্পোর্টস/১০ডিসেম্বর২৩/এসএফ/এজে

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট