Connect with us
অন্যান্য

এক মৌসুমেই ক্যারিয়ারের প্রথম দুটি গ্র্যান্ড স্লাম জয় সিনারের

crifosports Jannik Sinner
এক মৌসুমেই ক্যারিয়ারের প্রথম দুটি গ্র্যান্ড স্লাম জয় সিনারের

ইতালির প্রথম খেলোয়াড় হিসেবে ইউএস ওপেন টেনিসে পুরুষ এককের শিরোপা জিতেছেন ইয়ানিক সিনার। রবিবার ফাইনালে যুক্তরাষ্ট্রের টেলর ফ্রিটজকে সরাসরি সেটে উড়িয়ে এক মৌসুমে নিজের প্রথম দুই গ্র্যান্ড স্ল্যাম জয়ের কীর্তিও গড়লেন ২৩ বছরের টেনিস তারকা।

গত বছর উইম্বলডন দিয়ে গ্র্যান্ড স্ল্যাম টেনিস ক্যারিয়ার শুরু করেন। বছরের তৃতীয় গ্র্যান্ড স্ল্যাম টুর্নামেন্টে সেমিফাইনালে খেলা ইতালির তারকা এ বছর শুরুতেই জিতে নেন অস্ট্রেলিয়ান ওপেন। জিতে চমক দেখান। এরপর দিয়ে দেড় দশক পর যুক্তরাষ্ট্রের প্রথম খেলোয়াড় হিসেবে ইউএস ওপেনের ফাইনালে উঠলেন টেলর ফ্রিটজের এমন সাফল্য নিয়ে বেশ উচ্ছ্বসিত ছিল উত্তর আমেরিকার দেশটি।

তবে ফাইনালে ওঠা পর্যন্তই। ফাইনালে ফ্রিটজকে ৬-৩ ৬-৪ ও ৭-৫ গেমে হারিয়ে ইউএস ওপেন জিতেছেন ইতালির ইয়ানিক সিনার।

আরও পড়ুন :

» দ্বিতীয় রাউন্ডে আর্জেন্টিনার সামনে জার্মানি, ব্রাজিলের প্রতিপক্ষ কে?

» আফগানিস্তান-নিউজিল্যান্ড টেস্টসহ আজকের খেলা (৯ সেপ্টেম্বর ২৪)

২৩ বছর বয়সী সিনারই প্রথম ইতালিয়ান, যিনি ইউএস ওপেন এককে শিরোপা জিতলেন। এ বছর এটি তাঁর দ্বিতীয় গ্র্যান্ড স্লাম জয়। এর আগে অস্ট্রেলিয়ান ওপেন জিতে শুরু হয়েছিল সিনারের। ১৯৭৭ সালে আর্জেন্টাইন টেনিস তারকা গিলের্মো ভিলাসের পর প্রথম খেলোয়াড় হিসেবে একই মৌসুমে নিজের প্রথম দুটি গ্র্যান্ড স্লাম জিতলেন এই ইতালিয়ান।

সিনারের সাফল্য-মেশানো আবেগাপ্লুত হওয়ার দিনটি ফ্রিটজের জন্য ছিল বিপরীত। ২৬ বছর বয়সী এই তরুণের সামনে ছিল ২১ বছর পর প্রথম আমেরিকান হিসেবে গ্র্যান্ড স্লাম জয়ের সুযোগ। তার খেলা দেখতে গ্যালারিতে উপস্থিত ছিলেন ২০০৩ সালে ট্রফি জেতা অ্যান্ডি রডিকও।

কিন্তু যুক্তরাষ্ট্রকে আরেকটি ট্রফি এনে দিতে না পারায় ব্যথিত ১২তম বাছাই হিসেবে নামা ফ্রিটজ, সিনার বছরের শুরুতে নিজের প্রথম গ্র্যান্ড স্লাম জিতেছিলেন ঘুরে দাঁড়ানোর দুর্দান্ত গল্প লিখে। সেবার ফাইনালে দানিল মেদমেদেভের কাছে প্রথম দুই সেটে হেরে যাওয়ার পর জিতেছিলেন পরের তিন সেটে। এবার ইউএস ওপেনের ফাইনালে সে অর্থে তেমন কোনো পরীক্ষাতেই পড়তে হয়নি টেনিসের নম্বর ওয়ানকে। জিতেছেন সরাসরি তিন সেটেই।

ক্রিফোস্পোর্টস/৯সেপ্টেম্বর২৪/এজে

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in অন্যান্য