
নেশনস লিগের কোয়ার্টার ফাইনালে প্রথম লেগের খেলায় ডেনমার্কের কাছে পরাজিত হয়েছে পর্তুগাল। এতে করে সেমির পথে বড় ধাক্কা খেলো ক্রিস্টিয়ানো রোনালদোর দল। পরাজয়ের ম্যাচে মাঠে দাঁড়িয়েই প্রতিপক্ষের কাছ থেকে রোনালদোকে দেখতে হয়েছে তার ট্রেড মার্ক ‘সিউ’ সেলিব্রেশন।
গতকাল রাতে কোপেনহেগেনের পার্কেন স্টেডিয়ামে ডেনমার্কের মুখোমুখি হয়েছিল পর্তুগাল। ঘরের মাঠে রোনালদোদের ১-০ গোলে পরাজিত করেছে স্বাগতিক ডেনমার্ক। ম্যাচের ৭৮তম মিনিটে রাসমুস হয়লুন্দের একমাত্র গোলে জয় নিশ্চিত করে ডেনিশরা। ফলে পিছিয়ে থেকেই দ্বিতীয় লেগের খেলায় মাঠে নামতে হবে পর্তুগিজদের।
এদিকে কিছুদিন আগেই সংবাদমাধ্যম ‘ডিআর’কে দেওয়া সাক্ষাৎকারে রোনালদোর প্রতি মুগ্ধতার কথা শুনিয়েছিলেন হয়লুন্দ। রোনালদোর কারণে ফুটবলের প্রেমে পড়েন বলেও উল্লেখ করেছিলেন তিনি। আর নিজের সেই প্রিয় খেলোয়াড়ের বিপক্ষে গোল করে মাঠের এক কোণায় গিয়ে সিউ উদ্যাপন করেন হয়লুন্দ। মাঠে কোমরে হাত দিয়ে দাঁড়িয়ে তা দেখেছেন রোনালদো।
ম্যাচ শেষে ডেনিশ সম্প্রচারক টিভি ২-কে হয়লুন্দ বলেন, ‘এটা আমার আদর্শের জন্য। তাঁকে উপহাস করার জন্য নয়। ছোটবেলা থেকে রোনালদোর বিশাল ভক্ত আমি। ২০১১ সালে তার ফ্রি-কিকে করা একটি গোল আমাকে ফুটবলের প্রতি ভালোবাসতে শিখিয়েছিল। আজ তার বিপক্ষে গোল করাটা আমার জন্য বিশেষ কিছু।’
আরও পড়ুন:
» ৩৯ বছর পর জার্মানির ইতালি-জয়, ফ্রান্সকে জেতাতে পারলেন না এমবাপ্পে
» ভিনিসিয়ুসের শেষ মুহূর্তের জাদুতে ব্রাজিলের কষ্টার্জিত জয়
ডেনমার্কের জয় আরও বড় হতে পারত। ম্যাচের প্রথমার্ধেই দলটি পেনাল্টি পেয়েছিল, কিন্তু পর্তুগিজ গোলকিপার দিয়োগো কস্তা ক্রিস্টিয়ান এরিকসেনের শট ফিরিয়ে দেন। ২০১৬ সালের পর এই প্রথম পেনাল্টি মিস করলেন ডেনিশ মিডফিল্ডার। এরিকসেনের আরেকটি শট গোললাইন থেকে ক্লিয়ার করেন পর্তুগিজ ডিফেন্ডার দিয়োগো দালোত।
অন্যদিকে, পর্তুগালের আক্রমণভাগ ছিল পুরোপুরি নিষ্প্রভ। রোনালদো কোনো প্রভাব ফেলতে পারেননি ম্যাচে। তার একটি হেড পোস্টের ওপর দিয়ে চলে গেছে, এটিই ছিল তার একমাত্র উল্লেখযোগ্য চেষ্টা।
বেঞ্চ থেকে নেমেই ম্যাচের ভাগ্য বদলে দেন হয়লুন্দ। ৭৮তম মিনিটে ডান দিক থেকে আন্দ্রেস স্কোভ ওলসেনের ক্রস ধরে নিখুঁত শটে গোল করেন এই তরুণ ফরোয়ার্ড। লিসবনে আগামী রোববার ফিরতি লেগে ঘুরে দাঁড়ানোর চ্যালেঞ্জ থাকবে পর্তুগালের সামনে। জিততেই হবে তাদের, নাহলে বিদায় নিতে হবে নেশনস লিগ থেকে।
ক্রিফোস্পোর্টস/২১মার্চ২৫/এফএএস
