
গতকালও খেললেন দলের সর্বোচ্চ রানের ইনিংস। আর আজই শোনালেন বিদায়ের করুণ সুর। ওয়ানডে ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছেন অস্ট্রেলিয়ার অধিনায়ক স্টিভেন স্মিথ। চ্যাম্পিয়নস ট্রফিতে ভারতের বিপক্ষে গতকালের ম্যাচই তার ওয়ানডে ক্যারিয়ারের শেষ ম্যাচ।
দল হারলেও সেমিফাইনালে দুর্দান্ত ব্যাটিং করেছেন স্মিথ। আর ওই ম্যাচ শেষেই দলের সবাইকে নিজের সিদ্ধান্তের কথা জানিয়েছেন। এতে করে অস্ট্রেলিয়ার ড্রেসিংরুমে তৈরি হয় আবেগী পরিবেশ।
বিদায়ের আগে ক্যারিয়ারে ১৭০টি ওয়ানডে খেলেছেন স্মিথ। যেখানে সেঞ্চুরি ১২টি, ফিফটি ৩৫টি। ক্যারিয়ারের শেষ ওয়ানডে ম্যাচেও পেয়েছেন ফিফটি, খেলেছেন ৭৩ রানের ইনিংস। প্যাট কামিন্স না থাকা চ্যাম্পিয়ন্স ট্রফির নেতৃত্ব ওঠে স্মিথের কাঁধে।
আরও পড়ুন:
» শ্বাসরুদ্ধকর জয়ে মাদ্রিদ ডার্বিতে এগিয়ে থাকলো রিয়াল
» বাংলাদেশকে ঘরের মাঠে আতিথ্য দিতে মুখিয়ে আছে পাকিস্তান
১৭০ ম্যাচের মধ্যে ১৫৪ ইনিংস ব্যাটিং করে ৪২.২৮ গড়ে রান করেছেন ৫হাজার ৮০০। ওয়ানডেতে তার সর্বোচ্চ রানের স্কোর ১৬৪। ৮৬.৯৬ স্টাইক রেটে ১২টি শতক ও ৩৫টি হাফ সেঞ্চুরি।
মাঝে মাঝে বোলিংও করেছেন স্মিথ। ১৭৯ ওভার বোলিং করে উইকেট নিয়েছেন ২৮টি। সেরা বোলিং ফিগার ৩/১৬। ক্যাচ নিয়েছেন ৯০টি।
ক্রিফোস্পোর্টস/৫মার্চ২৫/এজে
