গতকাল ওপেনিংয়ে অভিষিক্ত স্যাম কনস্টাসের আগ্রাসী ব্যাটিংয়ে ভালো শুরু পায় অস্ট্রেলিয়া। এরপর টপ অর্ডার থেকে রান আসতে থাকলে বড় সংগ্রহের দিকে আগায় তারা। তবে মিডল অর্ডার খুব একটা সুবিধা করতে না পারলে ২৯৯ তুলতে ৬ উইকেট হারায় অজিরা। তবে দলকে বাকিটা পথ এগিয়ে নিয়ে যান স্টিভ স্মিথ।
প্রথম দিন শেষ করে দ্বিতীয় দিনেও প্যাট কামিন্সকে সঙ্গে নিয়ে শতরানের জুটি গড়েন তিনি। এদিন তিনি তুলে নিয়েছেন টেস্ট ক্যারিয়ারে নিজের ৩৪ম সেঞ্চুরি। খেলেছেন ১৯৭ বলে ১৪০ রানের ঝলমলে এক ইনিংস। হাকিয়েছেন ৩ ছক্কা এবং ১৩ চার। উইকেটের এক প্রান্ত আগলে রেখে দলকে টেনে নিয়ে গেছেন এই অভিজ্ঞ ক্রিকেটার।
এদিন ১৬৭ বলে সেঞ্চুরি তুলে নিয়ে নতুন এক রেকর্ডের মালিক হয়েছেন স্মিথ। আজকের এই ইনিংসটি ছিল ভারতের বিপক্ষে এই অজি তারকার ১১তম ম্যাজিক ফিগার স্পর্শের দিন। এতে করে ভারতের বিপক্ষে সর্বোচ্চ সেঞ্চুরি হাঁকানোর রেকর্ড করেছেন তিনি। জো রুটের ১০ সেঞ্চুরির রেকর্ড পেছনে ফেলে ভারতের বিপক্ষে এখন সবথেকে বেশি শতক হাকানো ক্রিকেটার স্টিভ স্মিথ।
এর আগে ৫৩ ইনিংস খেলে ভারতের বিপক্ষে সেই ১০ সেঞ্চুরি হাকিয়েছিলেন ইংল্যান্ডের তারকা ব্যাটার জো রুট। এবার তার সেই রেকর্ড মাত্র ৪৩ ইনিংসের ভেঙে দিয়েছেন স্মিথ। এছাড়া টেস্ট ক্রিকেট ইতিহাসে সর্বোচ্চ সেঞ্চুরি হাঁকানো ক্রিকেটারদের তালিকায় সেরা দশে প্রবেশ করেছেন তিনি। লাল বলের ক্রিকেটে সবথেকে বেশি ৫১ সেঞ্চুরি করেছেন ভারতীয় কিংবদন্তি সচিন টেন্ডুলকার।
আরও পড়ুন:
» বিপিএল থেকে সরে দাঁড়ালেন বাংলাদেশকে কাঁদানো সেই আফগান
» বিশ্বকাপের ফাইনাল খেলার স্বপ্ন দেখছে বাংলাদেশ
স্মিথের সমান ৩৪ সেঞ্চুরি হাকিয়েছেন আরও চার ক্রিকেটার। যেখানে আছে পাকিস্তানের তারকা ব্যাটার ইউনিস খান, ভারতের সুনীল গাভাস্কার, ক্যারিবিয়ান কিংবদন্তি ব্রায়ান লারা এবং লঙ্কান তারকা মাহেলা জায়বার্ধেনা। আর একটা সেঞ্চুরি করলেই সর্বোচ্চ শতক হাকানো ক্রিকেটারদের মধ্যে সেরা সাথে উঠে আসবেন স্মিথ।
আজ এই অজি তারকার ব্যাটে ভর করে ভারতের বিপক্ষে ৪৭৪ রানের সংগ্রহ পেয়েছে অস্ট্রেলিয়া। মেলবোর্নে আয়োজিত বোর্ডার-গাভাস্কার ট্রফির চতুর্থ টেস্টে ঘটেছে এমন ঘটনা। সিরিজে এখন পর্যন্ত ১-১ ব্যবধানে সমতা ধরে রেখেছে ভারত ও অস্ট্রেলিয়া। গুরুত্বপূর্ণ এই ম্যাচে দারুন এই রেকর্ড গড়ে দলকে এগিয়ে দিয়েছেন স্মিথ।
ক্রিফোস্পোর্টস/২৭ডিসেম্বর২৪/এফএএস