Connect with us
ক্রিকেট

টানা সেঞ্চুরিতে রেকর্ড গড়লেন স্মৃতি মান্দানা

স্মৃতি মান্দানা। ছবি- ক্রিকইনফো

বেঙ্গালুরুতে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে সেঞ্চুরি করে ভারতকে জিতিয়েছিলেন স্মৃতি মান্দানা। এবার একই মাঠে সিরিজের দ্বিতীয় ম্যাচেও ছুঁলেন তিন সংখ্যার ম্যাজিক ফিগার। এরই সাথে ভারতের প্রথম নারী ক্রিকেটার হিসেবে আন্তর্জাতিক ক্রিকেট ইতিহাসে মান্দানা পেয়েছেন পরপর টানা দ্বিতীয় শতকের দেখা।

ওয়ানডে ক্রিকেটে এটি মান্দানার সপ্তম সেঞ্চুরি। এতে করে ভারতের হয়ে সর্বোচ্চ সেঞ্চুরি হাকানোর তালিকায় শীর্ষে থাকা কিংবদন্তি মিথালি রাজের পাশে নিজের নাম লেখালেন মান্দানা। তবে ইনিংসের হিসেবে মিথালির তুলনায় অনেক কম ম্যাচ খেলে সর্বোচ্চ শতকের রেকর্ড গড়েছেন স্মৃতি মান্দানা।

আজ দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টস হেরে আগে ব্যাট করতে নেমে এই রেকর্ড গড়েছেন মান্দানা। ২ ছক্কা ও ১৮ চারের মারে ১২০ বলে ১৩৬ রানের দারুন একটি ইনিংস খেলেন তিনি। এদিন ভারতের হয়ে সেঞ্চুরি এসেছে হারমানপ্রীতের ব্যাট থেকেও। এই দুই অভিজ্ঞ ক্রিকেটারের শতকে দক্ষিণ আফ্রিকাকে ৩২৬ রানের বিশাল লক্ষ্য ছুঁড়ে দেয় ভারত।

আন্তর্জাতিক ক্রিকেটে অবশ্য সর্বোচ্চ ১৫ শতক হাকিয়ে সকলের শীর্ষে রয়েছেন অস্ট্রেলিয়ার সাবেক অধিনায়ক ম্যাগ লেনিন। এই তালিকায় এখন যৌথভাবে দশম নম্বরে অবস্থান করছেন মিথালি রাজ ও স্মৃতি মান্দানা। ভারতের হয়ে সর্বোচ্চ ৭ সেঞ্চুরি করার পথে মিথালি খেলেছেন ২১১ ইনিংস। অপরদিকে সমান সংখ্যক সেঞ্চুরি হাকাতে মান্দানার প্রয়োজন হয়েছে মাত্র ৮৪ ইনিংস।

ভারতের হয়ে সর্বোচ্চ ওয়ানডে শতক

স্মৃতি মান্দানা৭ শতক৮৪ ইনিংস 
মিথালি রাজ৭ শতক ২১১ ইনিংস 
হারমানপ্রীত কৌড়৫ শতক ১১৩ ইনিংস 
পুনাম রাত৩ শতক ৭৩ ইনিংস 
থিনুশ কামীনি ২ শতক ৩৭ ইনিংস 

আরও পড়ুন: টি-টোয়েন্টি বিশ্বকাপে এমন ঘটনা আগে কখনো ঘটেনি

ক্রিফোস্পোর্টস/১৯জুন২৪/এফএএস

Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট