বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে নেদারল্যান্ডসের বিপক্ষে মাঠে নেমেছে পাকিস্তান। কিন্তু ব্যাটিং ইনিংস এ ১৮ বলে মাত্র ৫ রানে সাজঘরে ফেরেন ক্যাপ্টেন বাবর আজম। এতেই সামাজিক যোগাযোগ মাধ্যমে সমর্থকদের কটাক্ষের শিকার হচ্ছেন তিনি। আইসিসির ওডিআই র্যাংকিং এর সেরা এই ব্যাটসম্যানকে অনেকেই বিদ্রুপ করছেন।
কেউ কেউ বলছেন, ‘নেপাল-জিম্বাবুয়ে না থাকায় বাবরের ব্যাটেও রান নেই।’ কেউ আবার বলছেন, : ‘ছোট দলের বিপক্ষে রান করে কোন লাভ নেই তাই বাবর দ্রুত আউট হয়ে গেছেন।’
যদিও বিশ্বকাপের আগে প্রস্তুতি ম্যাচে পাকিস্তানি ক্যাপ্টেন নিউজিল্যান্ডের বিপক্ষে ৮০ রানের ও অজিদের বিপক্ষে ৯০ রানের দু’টি ইনিংস খেলেছিলেন।
অবশ্য বিশ্বকাপ শুরুর আগে বাবরকে প্রশংসায় ভাসিয়েছিলেন ভারতের বিশ্বকাপজয়ী সাবেক ওপেনার গৌতম গম্ভীর,’ বাবর যে ধরনের ব্যাটসম্যান, তার যে ধরনের কৌশল আছে তাতে আমার মনে হয় বিশ্বকাপে দলের হয়ে সে ৩ থেকে ৪ টি সেঞ্চুরি করতে পারে।’
আরও পড়ুন: ইউরোপা লিগে জয় পেয়েছে রোমা এবং লিভারপুল
ক্রিফোস্পোর্টস/৬অক্টোবর২৩/এমএস/এসএ