এতদিন পর্যন্ত লিস্ট ‘এ’ শ্রেণির ক্রিকেটে দ্রুততম সেঞ্চুরির রেকর্ড ছিল জাতীয় দলের সাবেক অধিনায়ক মাশরাফি বিন মুর্তজার। বাংলাদেশ ক্রিকেট লিগে আজ সে রেকর্ড ভেঙে নতুন কীর্তি গড়লেন হাবিবুর রহমান সোহান। ২০১৬ সালে ঢাকা প্রিমিয়ার লিগে মাত্র ৫১ বলে তিন অঙ্কের ম্যাজিক ফিগারে পৌঁছেছিলেন ম্যাশ। সাত বছর পর আজ (বৃহস্পতিবার) মাশরাফির সে রেকর্ড ভেঙে দিয়েছেন সোহান। বিসিএলে মাত্র ৪৯ বলে তিন অঙ্কে পৌঁছান তিনি।
আজ কক্সবাজারের শেখ কামাল আন্তর্জাতিক স্টেডিয়ামে শুরুতেই টসে হেরে আগে ব্যাট করতে নেমে ২০২ রানের লক্ষ্য দাঁড় করায় মধ্যাঞ্চল। উত্তরাঞ্চলের হয়ে ওপেনিংয়ে রান তাড়ায় নেমেই ঝড়ো ব্যাটিং শুরু করে সোহান। ৭ চার এবং ৮ ছক্কার মারে ৪৯ বলেই তিন অঙ্কের ম্যাজিক ফিগারে পৌঁছান তিনি।
সাত বছর ধরে কীর্তিটি ছিল সাবেক টাইগার কাপ্তান মাশরাফি বিন মুর্তজার দখলে। ২০১৬ সালে নারায়নগঞ্জের ফতুল্লায় ডিপিএলের ম্যাচে কলাবাগান ক্রীড়া চক্রের হয়ে শেখ জামালের বিপক্ষে এই তান্ডব চালিয়েছিলেন ম্যাশ। সে ম্যাচেই মাত্র ৫১ বলেই শতক হাঁকিয়েছিলেন মাশরাফি। সোহান আজ ম্যাশের চেয়ে দুই বল কম খেলেই তার রেকর্ড ভেঙে দিলেন।
তবে এমন দুর্দান্ত ইনিংসের পরেও বিশ্বব্যাপী ‘এ’ শ্রেণির ক্রিকেটে দ্রুততম শতকের তালিকায় সোহানের শতক সেরা দশের তালিকার বাইরেই স্থান পেয়েছে। অজি ব্যাটসম্যান জেইক ফ্রেজার-ম্যাগার্ক ২৯ বলে শতক ছুঁয়ে এক প্রকার ধরা ছোঁয়ার বাইরেই আছেন বলা যায়। তিনি দ্রুততম সেঞ্চুরির শীর্ষে অবস্থান করছেন। চলতি বছরের ৭ অক্টোবর অস্ট্রেলিয়ার ঘরোয়া টুর্নামেন্ট দ্য মার্শ কাপে দক্ষিণ অস্ট্রেলিয়ার হয়ে ১৩ ছয় ও ১০ চারে এই অবিশ্বাস্য কীর্তি গড়েন।
আর আন্তর্জাতিক ক্রিকেটে দ্রুততম শতকের রেকর্ড দক্ষিণ আফ্রিকার বিধ্বংসী ডান হাতি ব্যাটসম্যান এবিডি ভিলিয়ার্সের দখলে। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে মাত্র ৩১ বলে শতক হাঁকিয়ে রেকর্ড গড়েছিলেন এই প্রোটিয়া ব্যাটসম্যান।
আরও পড়ুন: এক ম্যাচ জিতেই হাওয়ায় ভাসতে নারাজ শান্ত
ক্রিফোস্পোর্টস/২৮ডিসেম্বর২৩/এমএস/এমটি