Connect with us
ক্রিকেট

শেষ ওভারে ৩০ রান নিয়ে রংপুরকে জেতালেন সোহান

Sohan scored 30 runs in the last over to win Rangpur
৩ চার ও ৩ ছক্কায় শেষ ওভারে ৩০ রান নিয়েছেন সোহান। ছবি- সংগৃহীত

অবশেষে রংপুর রাইডার্সের জয়রথ থামতে যাচ্ছিলো আসরের অন্যতম শক্তিশালী দল ফরচুন বরিশাল হাত ধরেই। তবে সেটাও হতে দিলেন না রংপুরের অধিনায়ক নুরুল হাসান সোহান। শেষ ওভারে ২৬ রান তাড়া করে প্রায় হেরে যাওয়া ম্যাচ জিতিয়ে মাঠ ছেড়েছেন এই উইকেটরক্ষক ব্যাটার। এ নিয়ে টানা ৬ ম্যাচে ৬ জয় তুলে নিয়েছে মিকি আর্থারের শিষ্যরা।

সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে টস হেরে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৯৭ রান সংগ্রহ করে ফরচুন বরিশাল। জবাবে ব্যাট করতে নেমে ৭ উইকেট হারিয়ে ইনিংসের শেষ বলে জয় নিশ্চিত করে রংপুর রাইডার্স।

রানতাড়ায় নেমে শুরুতেই হোঁচট খায় রংপুর। দলীয় ৪ রানেই ফিরে যান অ্যালেক্স হেলস (১)। এরপর ছোট ছোট জুটি গড়ে এগোতে থাকে তারা। এতে দলীয় ৬৬ রানেই ৩ উইকেট হারায় তারা। সাইফ হাসান ২২ ও তৌফিক খান ৩৮ রান করে ফিরে যান।

এরপর ম্যাচের হাল ধরেন ইফতেখার আহমেদ ও খুশদিল শাহ। চতুর্থ উইকেট জুটিতে ৫৩ বলে ৯১ রান যোগ করেন তারা। তবে ইফতেখার ৩৬ বলে ৪৮ রান করে ফিরে গেলে ভাঙে এই জুটি। কিছুক্ষণ পরে ফিরে খুশদিল শাহও। এই পাক অলরাউন্ডারের ব্যাট থেকে আসে ২৪ বলে ৪৮ রান। তবে খুশদিল ফিরে গেলে বড় বিপাকে পড়ে রংপুর। একে একে তার দেখানো পথে হাঁটেন শেখ মেহেদি ও মোহাম্মদ সাইফউদ্দিন। তবে অপরপ্রান্তে ২ বলে ১ রান করে অপরাজিত ছিলেন অধিনায়ক সোহান।

আরও পড়ুন:

» চ্যাম্পিয়ন্স ট্রফি আয়োজন নিয়ে পাকিস্তানে নতুন দুশ্চিন্তা

» তামিম ইকবালের নতুন মাইলফলক, বাংলাদেশের প্রথম

শেষ ওভারে স্ট্রাইক পান সোহান। তখন দলের জয়ের জন্য প্রয়োজন ছিল ২৬ রান। বোলিংয়ে আসেন ক্যারিবিয়ান অলরাউন্ডার কাইল মায়ার্স। এরপরেই অবিশ্বাস্য এক ব্যাটিং করেন সোহান। তিন চার ও দুই ছক্কার মারে প্রথম ৫ বলেই ২৪ রান তুলে নেন তিনি। শেষ বলে জয়ের জন্য প্রয়োজন ছিল ২ রান। তবে তিনি বল উড়িয়ে মাঠের বাইরে পাঠিয়ে দলের জয় নিশ্চিত করেন।

Sohan scored 30 off 6 balls

দলের জয় নিশ্চিতের পর উদযাপন করছেন সোহান। ছবি- রংপুর রাইডার্স

বরিশালের হয়ে জাহানদাদ খান চার ওভারে ৪৮ রান খরচায় ২টি উইকেট শিকার করেন। এছাড়া ১টি করে উইকেট নিয়েছেন তানভীর ইসলাম, শাহিন শাহ আফ্রিদি, রিশাদ হোসেন ও ফাহিম আশরাফ।

এর আগে ব্যাটিংয়ে নেমে দুই ওপেনারের কল্যাণে বড় লক্ষ্যের দিকে এগোতে থাকে ফরচুন বরিশাল। দুই ওপেনার নাজমুল হোসেন শান্ত ৩০ বলে ৪১ এবং তামিম ইকবাল ৩৪ বলে ৪০ রান করে ফিরে যান। এরপর তাওহীদ হৃদয়ের ২৩ কাইল মায়ার্সের অপরাজিত ২৯ বলে ৬১ এবং ফাহিম আশরাফের ৬ বলে ২০ রানের ক্যামিওতে ভর করে ১৯৭ রানের পুঁজি পায় বরিশাল।

রংপুরের হয়ে ৩ ওভারে ৪৭ রান দিয়ে ২টি উইকেট শিকার করেছেন কামরুল ইসলাম রাব্বি। এছাড়া আকিফ জাভেদ ও মোহাম্মদ সাইফউদ্দিন ১টি করে উইকেট নিয়েছেন।

সংক্ষিপ্ত স্কোর:

ফরচুন বরিশাল: ১৯৭/৫ (২০ ওভার)
রংপুর রাইডার্স: ২০২/৭ (২০ ওভার)
ফলাফল: রংপুর রাইডার্স ৩ উইকেটে জয়ী

ক্রিফোস্পোর্টস/৯জানুয়ারি২৫/বিটি

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট