গত মৌসুমে ছিলেন দুর্দান্ত ফর্মে। লিভারপুলের মোহামেদ সালাহ সাথে যৌথভাবে জিতেছিলেন প্রিমিয়ার লিগের গোল্ডেন বুট।
তবে চলতি মৌসুমে এখনো নিজেকে সেভাবে মেলে ধরতে পারেনি সন হিউং-মিন। অফ ফর্মের কারণ হিসেবে টটেনহ্যামের এই ফরোয়ার্ড মনে করেন, প্রত্যাশার চাপ বেড়ে যাওয়ায় নিজের সেরাটা দেওয়া কঠিন হচ্ছে তার জন্য।
২০২১-২২ মৌসুমে ইংল্যান্ডের শীর্ষ লিগে সনের গোল সংখ্যা ছিল ২৩টি। ফলে চলতি মৌসুমে তাকে ঘিরে সবার প্রত্যাশাও ছিল অনেক বেশি। তবে সেই প্রত্যাশা পূরণ করতে পারেননি দক্ষিণ কোরিয়ার এই ফুটবলার। চলতি মৌসুমে ২৮ ম্যাচে গোল করেছেন মাত্র ৭টি।
সবশেষ ম্যাচে গোল পেয়েছেন সন। ম্যাচের পর নিজের পারফরম্যান্স প্রসঙ্গে সন বলেন, যেভাবে চেয়েছিলেন সেভাবে নিজেকে মেলে ধরতে পারেননি তিনি।
“এই মৌসুম যখন শুরু হল তখন সবাই বলছিল, ‘সনি গোল্ডেন বুট জিতেছে’ এবং তারা আমার কাছে আরও একটি দারুণ মৌসুম দেখার আশা করছিল। কিন্তু কখনও কখনও বিষয়টা এত সহজ নয়। কারণ আপনি তখন সবার আরও আগ্রহের কেন্দ্রে থাকেন এবং চাপ অনুভব করেন। যদিও এটা আমি পছন্দ করি।”
তিনি আরও বলেন, শেষ আট ম্যাচ তার ও দলের জন্য খুবই গুরুত্বপূর্ণ হবে।
উল্লেখ্য, লিগে ৩০ ম্যাচে ৫৩ পয়েন্ট নিয়ে পঞ্চম স্থানে আছে টটেনহ্যাম। সমান ম্যাচ খেলে ৭৩ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে আর্সেনাল।
আরও পড়ুন: আইপিএলে মুস্তাফিজের চেয়ে ৩ দিন বেশি সময় পাচ্ছেন লিটন
ক্রিফোস্পোর্টস/১০এপ্রিল২৩/এসএ