চলমান ওয়েস্ট ইন্ডিজ সফরে বাংলাদেশের একমাত্র সাফল্য একটি টেস্ট। ১৫ বছরেরও বেশি সময় পর ক্যারিবিয়ানদের মাটিতে ক্রিকেটের এই আভিজাত্য ফরম্যাটে জয়ের দেখা পেয়েছে টাইগাররা। তবে টেস্টের চেয়ে ওয়ানডেতেই বেশি ফেবারিট ছিল সফরকারীরা। আর নিজেদের পছন্দের ফরম্যাটেই যেন আচেনা রূপে দেখা দিল লাল-সবুজের প্রতিনিধিরা!
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজে ৩-০ ব্যবধানে হোয়াইটওয়াশ হয়েছে বাংলাদেশ। ওয়ানডে সিরিজে মাঠে নামার আগে ক্যারিবিয়ানদের বিপক্ষে টানা ১১ ম্যাচে অপরাজিত ছিল টাইগাররা। এই রেকর্ড ভাঙার পাশাপাশি স্বাগতিকদের বিপক্ষে টানা চার সিরিজ জয়ের পর সিরিজ হার, এমনকি প্রায় চার বছর পর হোয়াইটওয়াশের মুখও দেখল মেহেদি হাসান মিরাজের নেতৃত্বাধীন দলটি।
এবার টি-টোয়েন্টি সিরিজে মুখোমুখি হবে দুই দল। ক্রিকেটের এই সংক্ষিপ্ত ফরম্যাটে বাংলাদেশের চেয়ে অনেক বেশি ফেবারিট ক্যারিবিয়ানরা। তবুও এই সিরিজে ঘুরে দাঁড়াতে চায় টাইগাররা। টি-টোয়েন্টির ফেরিওয়ালাদের বিপক্ষে জয় পেতে আশাবাদী টাইগার ওপেনার সৌম্য সরকার।
আরও পড়ুন:
» ৮ গোলের বড় জয়ে এশিয়া কাপ মিশন শেষ করল বাংলাদেশ
» ক্রিকেট বিশ্বকাপ বাছাইয়ের গুরুত্বপূর্ণ ম্যাচে আজ মাঠে নামবে ব্রাজিল
সম্প্রতি এই ক্যারিবিয়ানদের মাটিতে গ্লোবাল সুপার লিগে দুর্দান্ত পারফরম্যান্স করেছেন সৌম্য সরকার। ব্যাট হাতে নিজের ক্যারিশমা দেখিয়ে দলকে শিরোপা জেতানোর পাশাপাশি নিজেও জিতে নেন টুর্নামেন্ট সেরার পুরস্কার। তবে জাতীয় দলের জার্সি গায়ে শেষ ওয়ানডে ভালো খেললেও বাকি দুই ম্যাচে ব্যর্থ হয়েছেন। তবে টি-টোয়েন্টি সিরিজের আগে আশার বাণী শোনালেন এই ওপেনার।
টি-টোয়েন্টিতে কারা ভালো দল সেটা বিবেচনায় না রেখে মাঠে ভালো পারফর্ম করেই জয় পেতে সৌম্য। এই ওপেনার বলেন, ‘টি-টোয়েন্টি সিরিজে কারা বড় দল, কারা ছোট দল সেটার থেকে বড় কথা হচ্ছে কারা ২০ ওভার, ৪০ ওভার ভালো খেলবে মাঠে। আমরা যদি ব্যাটিং, বোলিং, ফিল্ডিং তিন বিভাগেই ভালো করতে পারি, দল হিসেবে ভালো খেলতে পারলে আমরা আশাকরি তাদেরকে সহজেই হারাতে পারব। ওরা টি-টোয়েন্টিতে ভালো দল, তবে সেদিকে মনোযোগ না দিয়ে আমাদের ভাবতে হবে কীভাবে সেরাটা দিয়ে আমরা ম্যাচ জিততে পারব।’
আগামী সোমবার (১৬ ডিসেম্বর) মাঠে গড়াবে সিরিজের প্রথম টি-টোয়েন্টি। সেন্ট ভিনসেন্টের আরনোস ভেল স্টেডিয়ামে বাংলাদেশ সময় ভোর ৬টায় শুরু হবে ম্যাচটি। একই ভেন্যুতে সিরিজের বাকি দুই ম্যাচ ১৮ ও ২০ ডিসেম্বর অনুষ্ঠিত হবে।
প্রসঙ্গত, ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে এখন পর্যন্ত ১৬ দেখায় ৫ জয়ের বিপরীতে ১১ ম্যাচে হেরেছে বাংলাদেশ। ২০১৮ সালের পর ক্যারিবিয়ানদের বিপক্ষে জয়ের দেখা পায়নি টাইগাররা। একই বছর সিরিজও জিতেছিল লাল-সবুজের প্রতিনিধিরা।
ক্রিফোস্পোর্টস/১৪ডিসেম্বর২৪/বিটি