গ্লোবাল সুপার লিগ থেকেই যেন উড়তে আছে রংপুর রাইডার্স। বিশ্ব মঞ্চে শিরোপা জিতে ফেরার পর বিপিএলে যেন আরও আত্মবিশ্বাসী গেল বারের রানার্সআপ দল। বিপিএলের চলতি মৌসুমে এখন পর্যন্ত আট ম্যাচ খেলে সবকটিতে জিতেছে তারা। এরই মধ্যে টুর্নামেন্টের প্লে অফ নিশ্চিত করেছে রংপুর রাইডার্স। তবে এখনও মাঠে ফিরতে পারেননি দলটির গুরুত্বপূর্ণ সদস্য সৌম্য সরকার।
এর আগে জাতীয় দলের হয়ে ওয়েস্ট ইন্ডিজ সফরে কিংসটাউনে সিরিজের দ্বিতীয় টোয়েন্টিতে চোটে পড়েন সৌম্য। ফিল্ডিং করার সময় আঙুলে গুরুতর চোট পান তিনি। আঘাতপ্রাপ্ত স্থানে পাঁচটি সেলাই পড়ে এই টাইগার ক্রিকেটারের। প্রায় চার সপ্তাহ মাঠের বাইরে থাকতে হবে বলে জানা গিয়েছিল। বিপিএলের প্রথম ঢাকা পর্ব এবং সিলেট পর্বে একেবারেই খেলা হবে না বলে ধরে নেয়া হয়েছিল সৌম্যকে।
তেমনটাই হয়েছে বাস্তবে। সিলেট পর্ব শেষে কেবল মাত্র তিনি যোগ দিয়েছেন দলের সঙ্গে। স্বস্তির বিষয় হিসেবে নেটে করছেন ব্যাটিং অনুশীলন। গতকাল বিপিএলে রংপুরের ম্যাচের ফাঁকে সম্প্রচারকারী টেলিভিশনের সঙ্গে কথা বলেন সৌম্য। জানিয়েছেন মাঠে ফিরে নিজের অনুভূতির কথা। কবে নাগাদ ক্রিকেটে ফিরতে পারেন জানালেন নিজেই।
আরও দুদিন আগে নিজেদের অফিসিয়াল ফেসবুক পেইজে পোস্ট করে রংপুর রাইডার্স জানিয়েছিল সৌম্যের দলে যুক্ত হওয়ার কথা। এবার দলের সঙ্গে অনুশীলন প্রসঙ্গে সৌম্য জানান, ‘সবচেয়ে ভালো লেগেছে মাঠে আসতে পেরেছি। মাঠে এসে অনুশীলন করেছি, এটা খুবই ভালো। আজ (গতকাল) দ্বিতীয়-তৃতীয় দিন ব্যাটিং করলাম। আস্তে আস্তে উন্নতির দিকে যাচ্ছে। যেহেতু আমরা ক্রিকেটার, সব সময়ই ভালো লাগে মাঠে আসতে, কাজ করতে।’
আরও পড়ুন:
» সেঞ্চুরির পরের ম্যাচেই ‘ভুয়া’ ধ্বনি, অসহায়ের মতো দেখলেন লিটন
» ম্যাচ হেরে বিদেশি ক্রিকেটারদের নিয়ে হতাশ সিলেট অধিনায়ক
দ্রুত মাঠে ফেরার বিষয়ে কতটা আগ্রহী সৌম্য, সে বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, ‘চেষ্টা করছি। তবে এখানে জোরাজুরি করতে গেলে হিতে বিপরীত হতে পারে। ব্যাটিং করছি এখন, কিন্তু ফিল্ডিংয়ের কোনো কিছু এখনও সেভাবে করা হয়নি। আস্তে আস্তে যেতে হবে। যেগুলো প্রক্রিয়া আছে, সেসবের মধ্য দিয়ে যেতে হবে।’
‘ফিজিও, চিকিৎসকদের সঙ্গে কথা বলতে হবে। ওনারা ভালো বলতে পারবেন। আমি ব্যাটিং শেষ করে আমার ফিডব্যাক ফিজিওকে জানিয়েছি। উনি আবার বাড়তি কিছু কাজ দিয়েছেন। এভাবেই চলছে, চেষ্টা যত দ্রুত সম্ভব ফিরতে।’– যোগ করেন সৌম্য।
পুরোপুরি সুস্থ হয়ে না ওঠা পর্যন্ত ঝুঁকি থেকে যাবে বলে মনে করেন সৌম্য, ‘পুরোপুরি না সারলে বরং ঝুঁকি আরও বেশি। যদি তাড়াহুড়ো করে খেলতে নেমে যাই এবং আবার সেখানে লাগে, তাহলে এক মাসের জায়গায় দুই মাস লেগে যেতে পারে ফিরতে। আমি, চিকিৎসক, রংপুর রাইডার্স, সব পক্ষ মিলে কথা বলেই ঠিক করতে হবে।’
আরও পড়ুন:
» ম্যানসিটির সঙ্গে মেয়াদ বাড়িয়ে হলান্ডের এক যুগের চুক্তি
» খো খো বিশ্বকাপের কোয়ার্টারে হেরে বাংলাদেশের বিদায়
এদিকে চট্টগ্রাম পর্বে আর মাত্র একটি ম্যাচ বাকি রয়েছে রংপুর রাইডার্সের। আগামী বৃহস্পতিবার দুপুরে দুর্বার রাজশাহীর বিপক্ষে মাঠে নামবে তারা। সৌম্যের বক্তব্য অনুযায়ী ধারণা করা হচ্ছে চট্টগ্রামের এই ম্যাচে ঝুঁকি নিয়ে মাঠে নাও নামতে পারেন সৌম্য। চট্টগ্রাম পর্বের খেলা শেষে বিপিএল ঢাকায় ফিরলে সেখানে দেখা যেতে পারে এই টাইগার ক্রিকেটারকে।
তবে যেখানে শেষ করেছিলেন সৌম্য সরকার সেখান থেকেই শুরু করতে চান তিনি। ইনজুরিতে পড়ার আগের নিজের ফর্ম খুঁজে পেতে চান মাঠে ফেরার পরেও, ‘চেষ্টা করব যেখানে শেষ করেছি, সেখান থেকেই শুরু করার। যদিও কাজটা কঠিন, যেহেতু চোটে ছিলাম, আবার কাজ করে ফিরতে হবে। তবে চেষ্টা করব যে ফর্মে ছিলাম, ওখান থেকে আবার শুরু করতে।’
ক্রিফোস্পোর্টস/১৮জানুয়ারি২৫/এফএএস