সৌম্য সরকারের ক্যারিয়েরের শুরুটা ছিল সম্ভাবনাময়। তবে ধারাবাহিকতা ধরে রাখতে ব্যর্থ হয়ে এখন রয়েছেন জাতীয় দলের বাইরে। তবে ডমেস্টিক ক্রিকেট খেলছেন নিয়মিত।
শুরুতে সম্ভাবনা জাগিয়ে ডুবে যাওয়া এই ব্যাটার দীর্ঘ চার বছর পর আজ ঢাকা প্রিমিয়ার লিগে সেঞ্চুরির দেখা পেলেন।
ঢাকা প্রিমিয়ার লিগের শেষ ম্যাচে আজ রূপগঞ্জের মুখোমুখি হয়েছিল সৌম্য সরকারের মোহামেডান স্পোর্টিং ক্লাব। রূপগঞ্জের দেওয়া ২৯৯ রানের টার্গেট তাড়া করতে গিয়ে সৌম্যের সেঞ্চুরি ভর করে মোহামেডান জিতে যায় ১ বল এবং ৪ উইকেট হাতে রেখেই।
ওপেনিংয়ে নেমে ১১১ বল খেলে করেন ১০২ রান। যেখেনে ছিল ৪ টি ছক্কা ও ৭ টি চারের মার।
সৌম্য লিস্ট ‘এ’ ক্রিকেটে ৪ বছর পর সেঞ্চুরির দেখা পেলেন। এর আগে ২০১৯ সালে আবাহনীর হয়ে ২০৮ রানের বিস্ফোরক ইনিংসটাই ছিল তার সর্বশেষ তিন অংকের ইনিংস।
এবারের ঢাকা প্রিমিয়ার লিগে মোট ২৯৩ রান করেছেন সৌম্য। রয়েছে একটি সেঞ্চুরি ও একটি ফিফটি।
উল্লেখ্য, বাংলাদেশ জাতীয় দলের কোচ চন্দিকা হাতুরাসিংহে সম্প্রতি বলেছেন,তার অন্যতম প্রিয় শিষ্য সৌম্য রান করতে পারলে জাতীয় দলে বিবেচনা করা হবে।
আরও পড়ুন: ওয়েস্ট ইন্ডিজের নতুন কোচ স্যামি
ক্রিফোস্পোর্টস/১৩মে২৩/এমবি