Connect with us
ক্রিকেট

নিউজিল্যান্ড সফরে সৌম্য,নেই মাহমুদুল্লাহ- যা বললেন নির্বাচকরা

Mahmudullah-Soumya
নিউজিল্যান্ড সফরে সৌম্য,নেই মাহমুদুল্লাহ- যা বললেন নির্বাচকরা। ছবি- সংগৃহীত

সদ্য সমাপ্ত ওয়ানডে বিশ্বকাপে বাংলাদেশের ধ্বজভঙ্গ অবস্থার কথা তো সবারই জানা। ব্যাটসম্যানদের টানা ব্যাটিং ব্যর্থতার মধ্যে সেবার দলের সেরা পারফরমার ছিলেন মাহমুদুল্লাহ রিয়াদ। সেই রিয়াদই নেই নিউজিল্যান্ডের বিপক্ষে আসন্ন ওয়ানডে সিরিজের দলে। অথচ দলে ঠিকই সুযোগ পেয়েছেন বিশ্বকাপে ডাক না পাওয়া ক্রিকেটার সৌম্য সরকার। চলতি মাসেই নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ খেলতে দেশ ছাড়বে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল।

দলে মাহমুদুল্লাহকে না রাখার বিষয়ে দলের প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু দেশের এক সংবাদ মাধ্যমকে জানান, ‘আমাদের আগেই জানানো হয়েছে যে মাহমুদুল্লাহকে ৩১ ডিসেম্বরের আগে পাওয়া যাবে না। মেইলের মাধ্যমে সেটাই আমাদের জানানো হয়েছে।’

বিশ্বকাপে বাংলাদেশের শেষ ম্যাচে রান আউট থেকে বাঁচার জন্য ডাইভ দিয়ে কাঁধে চোট পেয়েছিলেন মাহমুদুল্লাহ রিয়াদ। কাঁধে পাওয়া সেই চোট থেকে এখনো ফেরা হয়নি তার। চোট সেরে মাঠে ফিরতে আরও মাসখানেক সময় লাগতে পারে মাহমুদুল্লাহর। তাই নিউজিল্যান্ড সফরে তাকে দলে রাখা হয়নি।

কিউই সিরিজে সৌম্য সরকারের দলে সুযোগ পাওয়ার ব্যাপারে নান্নু বলেন, ‘নিউজিল্যান্ডে সৌম্য সরকারের রেকর্ড বেশ ভালো। নিউজিল্যান্ডের মাঠে টেস্টে সৌম্যের সেঞ্চুরিও আছে। ২০১৫ বিশ্বকাপেও সৌম্য ভালো খেলেছে।’ আরেক নির্বাচক হাবিবুল বাশার সুমন সৌম্যকে দলে ফেরানোর বিষয়ে তার ব্যাট বল হাতে কার্যকারিতার বিষয়টি তুলে ধরেন। নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজে সাকিব আল হাসান না থাকায় সৌম্যর ব্যাটিং এর পাশাপাশি বল করার সামর্থ্যের দিকটিও বিবেচনায় আনা হয়েছে। এবারের জাতীয় লিগেও সৌম্য বেশ ভালো বল করেছে (৬ ম্যাচে ১৭ উইকেট), ব্যাট হাতেও ও খুব ভালো করেছে (৬ ম্যাচে ৪৩৬ রান) এজন্য তাকে আমরা সুযোগটা দিয়েছি।

আগামী টেস্ট সিরিজেও বাংলাদেশকে নেতৃত্ব দিবেন ব্যাট হাতে ফর্মে থাকা নাজমুল হোসেন শান্ত। ৩ ম্যাচের ওয়ানডে এবং ৩ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে আগামী ১১ ডিসেম্বর টাইগারদের নিউজিল্যান্ডের উদ্দেশ্য রওয়ানা দেয়ার কথা রয়েছে।

 

আরও পড়ুন: তহুরার জোড়া গোলে সিঙ্গাপুরকে ৩-০ ব্যবধানে হারালো বাংলাদেশ

ক্রিফোস্পোর্টস/০১ডিসেম্বর২৩/এমএস/এমটি

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট