Connect with us
ক্রিকেট

সেই নট-আউট নিয়ে মুখ খুললেন সৌম্য

Soumya opened his mouth about that not-out
বিতর্কিত নট-আউট নিয়ে কথা বলেছেন সৌম্য সরকার। ছবি- সংগৃহীত

সাম্প্রতিক সময়ে দক্ষিণ এশিয়ার ক্রিকেটে ভারত-পাকিস্তান ম্যাচের পর সবচেয়ে বেশি উত্তাপ ছড়ায় যে ম্যাচকে ঘিরে সেটি হলো বাংলাদেশ-শ্রীলঙ্কার মধ্যকার ম্যাচে। নিদাহাস ট্রফির নাগিন ডান্স থেকে বিশ্বকাপে টাইমড আউট বিতর্ক, যার সবশেষ সংযোজন গতকাল (৬ মার্চ) এই দুই দলের ম্যাচে বাংলাদেশ ওপেনার সৌম্য সরকারের নট আউট নিয়ে বিতর্ক।

বর্তমানে বাংলাদেশ ঘরের মাটিতে শ্রীলঙ্কার বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ নিয়ে ব্যস্ত সময় পার করছে। গতকাল সিরিজের দ্বিতীয় ম্যাচে বাংলাদেশের ইনিংসের সময় লংকান পেসার বিনুরা ফার্নান্দোর বলে কট বিহাইন্ডের আবেদন করেন লংকান ক্রিকেটারেরা। জোরালো আবেদনে অনফিল্ড আম্পায়ার গাজী সোহেল আউট দিয়ে দেন। সৌম্য সরকারও রিভিউ নিতে এক মুহুর্তও বিলম্ব করেননি।

পরে বড় পর্দায় আল্ট্রা এজে স্পাইক ধরা পড়ে। হতাশ সৌম্য সাজঘরের দিকে হাঁটা শুরুও করে দেন। কিন্তু পরক্ষণেই টেলিভিশন আম্পায়ার মাসুদুর রহমানের এক ঘোষণায় পরিস্থিতি পাল্টে যায়। টিভি আম্পায়ার ঘোষণা করেন, আল্ট্রা এজে স্পাইক দেখা গেলেও বল তখন ব্যাটে লাগেনি। সেই মুহুর্তে বল ব্যাটের মধ্যে দূরত্ব ছিল। ফলস্বরূপ ফিল্ড আম্পায়ারের সিদ্ধান্ত বদলে যায়।

টিভি আম্পায়ারের এমন সিদ্ধান্তে তৎক্ষণাৎ ফিল্ড আম্পায়ারের সঙ্গে মাঠেই তর্কে জড়িয়ে পড়েন লংকান ক্রিকেটারেরা। বসে ছিলেন না লংকান কোচ ক্রিস সিলভারউডও। চতুর্থ আম্পায়ার তানভীর আহমেদের কাছে গিয়ে তখনই সিদ্ধান্তটি নিয়ে নিজের অভিযোগ জানান তিনি।

বিতর্কিত নট আউট নিয়ে ম্যাচ শেষে সৌম্য বলেন, ‘আম্পায়ার আউট দেয়ার সঙ্গে সঙ্গেই আমি কিন্তু রিভিউ নিয়েছিলাম। কারণ আমার আত্নবিশ্বাস ছিল যে বল ব্যাটে লাগেনি৷ কোনো একটা আওয়াজ হয়তো হয়েছিল। সেটা আমার চেইন বা হেলমেট থেকে হতে পারে। আত্নবিশ্বাসী ছিলাম বলেই লিটনের থেকে না শুনেই আমি রিভিউ নিয়ে ফেলি। কিন্তু ড্রেসিংরুমের দিকে যখন ফিরছিলাম তখন বড় পর্দায় দেখার কারণে ভালোভাবে বুঝতে পারিনি।’

এ যাত্রায় বেঁচে গেলেও সুযোগটা তেমন কাজে লাগাতে পারেননি বাঁহাতি ওপেনার। ভালো শুরুর পর আবারও বড় ইনিংস গড়ার আগেই খেই হারালেন সৌম্য। ২২ বলে ২৬ রান করে প্যাভিলিয়নে ফেরেন তিনি। তাই ভালো শুরুর পরও বড় ইনিংস খেলতে না পারার আক্ষেপও প্রকাশ করেন সৌম্য সরকার।

আরও পড়ুন: শ্রীলঙ্কাকে ৮ উইকেটে হারিয়ে সিরিজে সমতা ফেরালো বাংলাদেশ 

ক্রিফোস্পোর্টস/৭মার্চ২৪/এমএস/এমটি

Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট