Connect with us
ক্রিকেট

দ্রুততম ২ হাজার রানের ক্লাবে সৌম্য

Soummya Sarker
দ্বিতীয় ওয়ানডেতে ৬৮ রানের দুর্দান্ত ইনিংস খেলেছেন সৌম্য। ছবি- সংগৃহীত

ওয়ানডে ক্যারিয়ারে দুই হাজার রানের ক্লাবে পা রাখলেন সৌম্য সরকার। ক্যারিয়ারের ৬৪তম ইনিংসে এসে এই মাইলফলক স্পর্শ করেছেন তিনি। যা ইনিংসের দিক থেকে বাংলাদেশিদের মধ্যে সবচেয়ে দ্রুততম।

আজ শুক্রবার (১৫ মার্চ) তিন ম্যাচ ওয়ানডে সিরিজের দ্বিতীয় ম্যাচে শ্রীলঙ্কার মুখোমুখি হয়েছে বাংলাদেশ। এই সিরিজের প্রথম ম্যাচেই ব্যাট হাতে ব্যর্থ হয়েছিলেন সৌম্য। তবে দ্বিতীয় ম্যাচে দারুণভাবে ঘুরে দাড়িয়েছেন এই বাঁহাতি ব্যাটার।

এদিন বাংলাদেশের ইনিংসে রানের খাতা খোলার আগেই ফিরে যান ওপেনার লিটন দাস। এরপর অধিনায়ক নাজমুল হোসেন শান্তর সঙ্গে ম্যাচের হাল ধরেণ সৌম্য। কিছুক্ষণ দেখেশুনে খেলে শুরুর ধাক্কা সামাল দেন। এরপর একের পর এক বাউন্ডারি হাকিয়ে দ্রুতগতিতে রান তুলতে থাকেন এই ওপেনার।

৫২ বল খেলে তুলে নেন নিজের ১২তম অর্ধশতক। এরপর আর ৪ রান যোগ করেই দুই হাজার রানের ক্লাবে পা রাখেন এই বাঁহাতি ব্যাটসম্যান। হাসারাঙ্গার বলে আউট হওয়ার আগে ৬৬ বলে ৬৮ রানের একটি দুর্দান্ত ইনিংস খেলেন সৌম্য। যেখানে ১১টি দৃষ্টিনন্দন চার ও ১টি ছয়ের মার রয়েছে।

সৌম্য বাংলাদেশি ব্যাটারদের মধ্যে সবচেয়ে দ্রুততম এক হাজার রানের ক্লাবে পা রেখেছেন। এর আগে এই রেকর্ড লিটন দাসের দখলে ছিলো। সৌম্যর চেয়ে ১ ইনিংস বেশি খেলে এই মাইলফলক স্পর্শ করেছিলেন লিটন।

আরও পড়ুন: টানা দ্বিতীয় ম্যাচে লিটনের ডাক, ওপেনিং ব্যর্থতায় শান্ত-সৌম্য ধরলেন হাল 

ক্রিফোস্পোর্টস/১৫মার্চ২৪/এমটি

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট