আফগানিস্তানের দেয়া ২৩৬ রানে লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরুতেই হোঁচট খায় বাংলাদেশ। দলীয় ১২ রানেই ফিরে যান তানজিদ তামিম (৩)। তবে তামিম ফিরে গেলেও রান তাড়ায় সৌম্যর কল্যাণে দারুণ শুরু পেয়েছে বাংলাদেশ। তবে ইনিংস লম্বা করার আগেই ফিরে গেছেন এই ওপেনার। তবে শান্ত-মিরাজের দারুণ জুটিতে জয়ের লক্ষ্যে এগিয়ে যাচ্ছে লাল-সবুজের দল।
আজ (বুধবার) তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে আফগানিস্তানের মুখোমুখি হয়েছে বাংলাদেশ। শারজা ক্রিকেট স্টেডিয়ামে টস হেরে প্রথমে বোলিং করতে নেমে আফগানিস্তানকে ২৩৫ রানে অলআউট করে দিয়েছে বাংলাদেশ। সহজ লক্ষ্য তাড়া করতে নেমে ২০ ওভারে ২ উইকেট হারিয়ে শতরান পেরিয়েছে শান্তরা।
রানতাড়ায় নেমে শুরুতেই তামিমকে হারানোর পর অধিনায়ক নাজমুল হোসেন শান্তর সঙ্গে জুটি গড়েন সৌম্য। শুরুর চাপ সামলে বেশ কয়েকটি বাউন্ডারিতে দ্রুতগতিতে রান তুলতে থাকেন এই ব্যাটার।
আরও পড়ুন:
» নিউইয়র্কের ফাঁকা রাস্তায় শিশিরের সঙ্গে ঘুরছেন সাকিব
» আইপিএল নিলামে বাংলাদেশ থেকে নাম দিয়েছেন যারা
তবে দলীয় ৬৫ রানের মাথায় বড় শট খেলতে গিয়ে বাউন্ডারি লাইনের কাছে ধরা পড়েন সৌম্য। প্যাভিলিয়নে ফেরার আগে ৪৫ বলে ৩৩ রান করেন তিনি। যেখানে ছয়টি নান্দনিক চারের মারও ছিল।
সৌম্য ফেরার পর মাঠে নেমেছেন মেহেদি হাসান মিরাজ। ইতোমধ্যে শান্ত ও মিরাজ ৪৬ রানের জুটি গড়েছেন এই দুই ব্যাটার। এই প্রতিবেদন লেখা পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ২২ ওভারে ২ উইকেটে ১১১ রান। বাংলাদেশের জয়ের জন্য ১৬৮ বলে ১২৫ রান প্রয়োজন।
ক্রিফোস্পোর্টস/৬নভেম্বর২৪/বিটি