Connect with us
ক্রিকেট

চ্যাম্পিয়ন হওয়ার স্বপ্ন দেখেন সৌম্য সরকার!

সৌম্য সরকার। ছবি- বিসিবির ভিডিও থেকে সংগৃহীত

বর্তমানে টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে যুক্তরাষ্ট্রে অবস্থান করছে বাংলাদেশ ক্রিকেট দল। ইতোমধ্যে বৈশ্বিক এই টুর্নামেন্ট শুরু হয়ে গেলেও আসরে বাংলাদেশের যাত্রা শুরু হবে আগামী ৮ জুন থেকে। তার আগে বিশ্বকাপ স্কোয়াডে থাকা ক্রিকেটারদের ধারাবাহিক সাক্ষাৎকার প্রকাশ করছে বিসিবি। আজ সোমবার যেখানে উঠে এসেছে সৌম্য সরকারের ভাবনা।

বেশ কিছুদিন যাবত বাজে ফর্মের সঙ্গে লড়াই করে চলেছে গোটা টাইগার স্কোয়াড। যেখানে দলের টপ অর্ডার নিয়ে মূল চিন্তা। লিটন দাসের অফ ফর্মে ওপেনিংয়ে ভরসা হওয়ার চেষ্টা করছেন সৌম্য। বিশ্বকাপের আগে যুক্তরাষ্ট্রের বিপক্ষে প্রস্তুতি সিরিজে সৌম্যের পারফরমেন্সে মিশ্র অভিজ্ঞতা দেখা গিয়েছিল।

ব্যক্তিগত ফর্ম যেমনি থাক না কেন বিশ্বকাপ নিয়ে নিজের ইতিবাচক ভাবনার কথা জানালেন সৌম্য সরকার। বিশ্বকাপ খেলা তার জন্য গর্বের বিষয় এবং টুর্নামেন্টে বড় স্বপ্ন দেখতে চান বলেও জানিয়েছেন তিনি। এছাড়া দলকে ভালো কিছু উপহার দিতে বদ্ধপরিকর এই টপ অর্ডার ব্যাটার। দারুন কিছু করে বিশ্বকাপকে স্মরণীয় করে রাখতে চান তিনি।

বিসিবির ভিডিও বার্তায় সৌম্য বলেন, ‘খেলোয়াড় হিসেবে যেকোন বিশ্বকাপে খেলাই একটা গর্বের বিষয়। ২০১৫ সালে প্রথম বিশ্বকাপ খেলেছিলাম, এবারও সেরকম রোমাঞ্চ কাজ করবে। চেষ্টা করব ২০২৪ সাল যেন আমার জন্য স্মরণীয় করতে পারি এবং পাশাপাশি দলকেও ভালো কিছু উপহার দিতে পারি।’

‘সবসময় বড় স্বপ্ন দেখি, চ্যাম্পিয়ন হওয়ার স্বপ্ন দেখি। ব্যক্তিগতভাবে আমি বড় স্বপ্ন দেখতে পছন্দ করি। কেউ সেমিফাইনাল বললে আমি বলব ফাইনাল খেলতে যাব। তারপরে রেজাল্টের কথা আসবে। মাঠে ভালো খারাপের উপর ফলাফল আসবে। খেলায় উত্থান-পতন, ভালো-খারাপ, হার-জিত থাকবে। আমরা আমাদের দিক থেকে চাইব নিজেদের সেরাটা দেওয়ার।’ 

অধিনায়ক নাজমুল হোসেন শান্তর নেতৃত্ব প্রসঙ্গে সৌম্য বলেন, ‘শেষ শ্রীলঙ্কা সিরিজে একসাথে ছিলাম। দেখেছি সে(শান্ত) পুরো দলকে একত্র করে ভালো করার চেষ্টা করেছে। আশা করি সবকিছু একত্র করে একটা বিশ্বকাপে সে সবাইকে সামনে নিয়ে আসতে পারবে। আমার পক্ষ থেকে তার জন্য শুভকামনা, আশা করব সে বাংলাদেশকে অধিনায়কত্বের দিক থেকে নতুন কিছু উপহার দিবে।’

সিনিয়র যারা আছেন তাদের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে ভালো কিছু করতে চান সৌম্য সরকার। তিনি বলেন, ‘সাকিব ভাই, রিয়াদ ভাই আছে, আমরাও অনেক দিন ধরে খেলছি। সবার অভিজ্ঞতাকে একসাথে করে দল হিসেবে খেলতে পারলে আশা করি আমরা একটা ভালো টুর্নামেন্ট উপহার দিতে পারব।’ 

আরও পড়ুন: বাংলাদেশকে হারাবে নেদারল্যান্ডস: ইয়ান বিশপ

ক্রিফোস্পোর্টস/৩জুন২৪/এফএএস

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট