সৌম্য সরকারের ছন্দ যেন বাংলাদেশ দলের জন্য আশীর্বাদ। তিনি জ্বলে উঠলেই যেন গর্জে উঠে পুরো দল। আরও একবার দেখালেন নিজের ঝলক। প্রথমবারের মতো বিদেশের মাটিতে কোন গ্লোবাল টুর্নামেন্ট খেলতে গিয়েই হয়েছেন টুর্নামেন্ট সেরা ক্রিকেটার। দলকে চ্যাম্পিয়ন করার পেছনে রেখেছেন গুরুত্বপূর্ণ অবদান।
আজ গ্লোবাল সুপার লিগের ফাইনালে অস্ট্রেলিয়ার দল ভিক্টোরিয়াকে ৫৬ রানে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে রংপুর রাইডার্স। এদিন দলের হয়ে অসাধারণ ব্যাটিং করেন সৌম্য। ৫ ছক্কা ও ৭ চারে খেলেন ৫৪ বলে ৮৬ রানের দারুণ এক অপরাজিত ইনিংস। এতে করে ফাইনাল সেরার পুরস্কারটাও পেয়েছেন তিনি।
বৈশ্বিক এই টুর্নামেন্টে পাঁচ ম্যাচ খেলে সৌম্য সরকার করেছেন সর্বোচ্চ ১৮৮ রান। চলতি টুর্নামেন্টে খেলেছেন দুটি ফিফটি হাকানো ইনিংস। পুরো টুর্নামেন্ট জুড়েই নিজের ছাপ রেখেছেন ভালোভাবে। গ্লোবাল সুপার লিগের এই আসরে সৌম্য হাকিয়েছেন ১৭ চার ও ৯ ছক্কার মার। প্রায় সব ম্যাচে দলকে দারুন শুরু এনে দিয়েছেন তিনি।
অবশ্য এদিন ফাইনালে অনেকটা অনিশ্চিত ছিল সৌম্য সরকারের খেলা। কারণ বিসিবি তাকে অনাপত্তি পত্র দিয়েছিল ৫ ডিসেম্বর পর্যন্ত রংপুরের হয়ে খেলার। এদিকে আগামীকাল ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে জাতীয় দলের হয়ে খেলা রয়েছে সৌম্যের। তাই ম্যাচের আগের দিন রিস্ক নিয়ে বিসিবি সৌম্যকে খেলার অনুমতি দেবে কিনা তা ছিল দেখার বিষয়।
আরও পড়ুন:
» ফাইনালে ভিক্টোরিয়াকে হারিয়ে চ্যাম্পিয়ন রংপুর রাইডার্স
» বাংলাদেশ-আয়ারল্যান্ড ম্যাচসহ আজকের খেলা (৭ ডিসেম্বর ২৪)
যদি সৌম্য কিংবা জাতীয় দলের বাকি দুই ক্রিকেটারকে বিসিবি খেলার সুযোগ না দিত, তবে ফাইনাল ম্যাচে মাঠে নামাই হতো না রংপুরের। কেননা তাদের হাতে ছিল না খেলার মত ১১ জন ক্রিকেটার। যেহেতু রংপুর রাইডার্স বাংলাদেশের প্রতিনিধি হিসেবেই খেলছে গ্লোবাল টুর্নামেন্টে, তাই বিশেষ বিবেচনায় সৌম্যদের খেলার অনুমতি দেয় বিসিবি।
প্রসঙ্গত, আজ শনিবার ভোরে টুর্নামেন্টের ফাইনাল খেলতে নেমে ভিক্টোরিয়াকে ৫৬ রানে পরাজিত করে রংপুর রাইডার্স। এদিন আগে ব্যাট করতে নেমে সৌম্য সরকার ও স্টিভেন টেইলরের ঝড়ো ব্যাটিংয়ে ১৭৮ রান সংগ্রহ করে বিপিএলের দলটি। জবাব দিতে নেমে রিশাদ-মাহেদীদের বোলিং ঘূর্ণিতে ১২২ রানে গুটিয়ে যায় ভিক্টোরিয়া।
ক্রিফোস্পোর্টস/৭ডিসেম্বর২৪/এফএএস