Connect with us
ক্রিকেট

কিউইদের হারানোর দিনে নতুন সুখবর পেলেন সৌম্য-শান্ত-শরিফুলরা

Soumya-Sariful-Shanto
আইসিসির সাপ্তাহিক হালনাগাদ র‌্যাংঙ্কিংয়ে উন্নতি করেছেন সৌম্য-শান্ত-শরিফুলরা। ছবি- সংগৃহীত

নিউজিল্যান্ড সফরের জন্য চন্ডিকা হাথুরুসিংহের দলে জায়গা করে নিয়েই সবাইকে বিস্মিত করে দিয়েছিলেন সৌম্য সরকার। কারণ জাতীয় দলের ভেতরে হোক বা বাইরে, কোথাওই তেমন আহামরি কোন পারফরমেন্স ছিল না তার। তার উপর তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচেই হয়েছিলেন চরম ব্যর্থ। তবে তার পরের ম্যাচেই কিউইদের মাটিতেই ১৫১ বলে ২২ চার ও ২ ছয়ে ১৬৯ রানের রাজকীয় প্রত্যাবর্তন ঘটান এই বাঁ হাতি ব্যাটার।

এর আগ অবধি নিউজিল্যান্ডের মাটিতে ওয়ানডেতে এশিয়ান ব্যাটসম্যাদের মধ্যে সবচেয়ে বড় ইনিংস ছিল শচীন টেন্ডুলকারের। সেই কীর্তি ভেঙে দিয়ে তা এখন সৌম্য সরকারের দখলে। এমন অবিস্মরণীয় ইনিংসের ছাপ পড়েছে আন্তর্জাতিক ক্রিকেট সংস্থার ওয়ানডে র‌্যাংঙ্কিংয়েও।

আজ (বুধবার) আইসিসির সাপ্তাহিক হালনাগাদ র‌্যাংঙ্কিংয়ে ওয়ানডে ব্যাটসম্যানদের তালিকায় ৫২ ধাপ উন্নতি হয়েছে সৌম্য সরকারের। অবশ্য ৫২ ধাপ এগোলেও ওয়ানডে ব্যাটারদের তালিকায় এখনো ১০০-র বাইরে অবস্থান করছেন এই টপ অর্ডার ব্যাটসম্যান। এখন সৌম্য সরকারের র‌্যাংঙ্কিংয়ে অবস্থান ১১১ তম। তার ক্যারিয়ার সেরা অবস্থান ছিল ১৪ তম।

দ্বিতীয় ম্যাচে রেকর্ড গড়ার পর তৃতীয় ম্যাচে আবার বল হাতে দারুণ করেন এই ব্যাটিং অলরাউন্ডার। কিউইদের তিন উইকেট শিকার করেন তিনি। পরে অবশ্য সে ম্যাচে ব্যাট হাতে আর নামতে হয়নি সৌম্যকে। ৯ উইকেট হাতে রেখেই বিশাল জয় তুলে নেয় শান্তর নেতৃত্বাধীন বাংলাদেশ।

সবশেষ ওয়ানডে সিরিজে ভাল খেলায় তার সুফল পড়েছে শান্ত ও শরিফুলের ওয়ানডে র‌্যাংঙ্কিংয়েও। তৃতীয় ওয়ানডেতে ৫১ রান করে ৯ ধাপ এগিয়ে বর্তমানে ব্যাটসম্যানদের তালিকায় ৮৯ তম স্থানে অবস্থান করছেন টাইগার দলপতি শান্ত। এছাড়া সেই একই ওয়ানডেতে কিউইদের ৩ উইকেট শিকার করার পুরস্কার পেয়েছে শরিফুলও। ধাপ এগিয়ে এই বাঁ হাতি টাইগার পেসারের র‌্যাংঙ্কিং এখন ৩৫ নম্বরে।

এদিকে, কিছু দিন আগেই পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ ৩-২ ব্যবধানে হেরে গেছে সফরকারী ইংল্যান্ড। শুরুর দিকে পিছিয়ে পরলেও পরবর্তীতে ২-২ সমতায় আনলেও শেষ ম্যাচ হেরে গিয়ে সিরিজ খোয়াতে হয় সফরকারীদের। সিরিজ হারলেও ব্যাট হাতে দারুণ ছন্দে ছিলেন ইংলিশ ওপেনার ফিল সল্ট। পাঁচ ম্যাচে করেছেন ৩৩১ রান যা যে কোন দ্বিপক্ষীয় টি-টোয়েন্টি সিরিজে কোন ব্যাটসম্যানের করা সর্বোচ্চ রান। এমন তান্ডব চালানোর পর ব্যাটারদের র‌্যাংঙ্কিংয়ে ১৮ ধাপ এগিয়ে টি-টোয়েন্টিতে ২ নম্বরে উঠে এসেছেন ফিল সল্ট। তার টি-টোয়েন্টিতে রেটিং পয়েন্ট ৮০২।

আরও পড়ুন: নিজের কামব্যাক ম্যাচেই ম্যাচসেরা শেখ মেহেদী

ক্রিফোস্পোর্টস/২৭ডিসেম্বর২৩/এমএস/এমটি

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট