Connect with us
ক্রিকেট

গুরুতর ইনজুরিতে সৌম্য, বিপিএলে খেলার সম্ভাবনা কতটুকু?

3 Bangladesh bowlers get big news from ICC
সৌম্য সরকারের ইনজুরি। ছবি- সংগৃহীত

গেল কিছুদিনের বাংলাদেশের ক্রিকেটে স্বস্তির নাম হয়ে এসেছিলেন সৌম্য সরকার। ওয়ানডে টি-টোয়েন্টি সকল ফরমেটে ধারাবাহিকভাবে পারফর্ম করে যাচ্ছিলেন এই টপ অর্ডার ব্যাটার। তবে এবার তাকে নিয়েই দুঃসংবাদ পেল দেশের ক্রিকেট। গুরুতর ইনজুরিতে লম্বা সময়ের জন্য ছিটকে গেলেন দল থেকে। অ্যাম্বুলেন্সে করে তাকে নিয়ে যাওয়া হয়েছে হাসপাতালে।

আজ ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দ্বিতীয় টি-টোয়েন্টিতে স্লিপে ফিল্ডিং করার সময় এই চোট পান সৌম্য। দ্রুত গতিতে তার দিকে আসা একটি ক্যাচ ধরতে গিয়ে আঙ্গুলে আঘাত পান তিনি। এতে হাত কেটে রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়ে এই টাইগার ক্রিকেটার। তখন মাঠে সতীর্থদের অভিব্যক্তি দেখেই বোঝা গিয়েছিল বড় দুঃসংবাদ আসছে সামনে।

এবার আনুষ্ঠানিক ভাবে সেই দুঃসংবাদটাই জানালো বাংলাদেশ ক্রিকেট বোর্ড। এক বিবৃতিতে বিসিবি জানিয়েছে অন্তত তিন সপ্তাহের জন্য মাঠের ক্রিকেট থেকে ছিটকে গেছে সৌম্য সরকার। বিবৃতিতে জানানো হয়, সৌম্যর আঙুলে পাঁচটি সেলাই লেগেছ। এছাড়া এক্স-রে করে দেখা গেছে, আঘাত পাওয়া জায়গায় হাড় স্থানচ্যুত হয়েছে তার।

Soumya Sarkar Injured (1)

সৌম্য চোট পেয়ে মাটিতে লুটিয়ে পড়লেন।

এতে করে চলমান সিরিজের তৃতীয় ম্যাচ থেকে নিশ্চিতভাবে ছিটকে গেছেন সৌম্য। তবে তার চেয়েও বড় দুঃসংবাদ আসন্ন ৩০ ডিসেম্বর থেকে শুরু হতে যাওয়া বিপিএলের শুরুতে পাওয়া যাবে না তাকে। আসন্ন এই টুর্নামেন্টে রংপুর রাইডার্সের হয়ে খেলার কথা রয়েছে এই টাইগার ওপেনার ব্যাটারের। তবে বিপিএলের মাঝ পথে সুস্থ্য হয়ে মাঠে ফিরতে পারেন তিনি।

আরও পড়ুন:

» আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানিয়ে দিলেন অশ্বিন

» শামীমের উড়ন্ত প্রত্যাবর্তনে বাংলাদেশের স্বস্তি

আগামী ৩ জানুয়ারি পর্যন্ত ঢাকা পর্বে খেলা হবে বিপিএলের আটটি ম্যাচ। এরপর টুর্নামেন্ট স্থানান্তরিত হবে সিলেটে। যেখানে ৬ জানুয়ারি থেকে ১৩ জানুয়ারি পর্যন্ত অনুষ্ঠিত হবে পরবর্তী বারো ম্যাচ। তারপর চট্টগ্রাম পর্ব শুরু হবে ১৬ জানুয়ারি থেকে। এদিকে তিন সপ্তাহ হিসাব করলে সৌম্যের সুস্থ্য হয়ে ওঠার কথা ৭ জানুয়ারি। সেই হিসেবে সিলেট পর্বে তার খেলার কিছুটা সম্ভাবনা থাকছে।

সাম্প্রতিক সময়ে ফর্মের তুঙ্গে রয়েছেন সৌম্য সরকার। কিছুদিন আগেই গ্লোবাল সুপার লিগে সর্বোচ্চ ১৮৮ রান করে হয়েছিলেন টুর্নামেন্ট সেরা। এর আগে আফগান সিরিজেও ভালো খেলেছিলেন তিনি। চলমান ওয়েস্ট ইন্ডিজ সিরিজও ওয়ানডে এবং টি-টোয়েন্টি উভয় ফরম্যাটে রেখেছেন ইম্প্যাক্ট। যদিও আজ ১১ রানে দুর্ভাগ্যবশত রান আউট হন সৌম্য।

ক্রিফোস্পোর্টস/১৮ডিসেম্বর২৪/এফএএস

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট