Connect with us
ক্রিকেট

জাতীয় দলে ছন্দে থাকা সৌম্য ডাক পেলেন টি-টেন লিগে

Soumya Sarkar
সৌম্য সরকার। ছবি- ফেসবুক

জাতীয় দলের হয়ে মাঠে ফিরেছেন সৌম্য সরকার। আফগানিস্তান সিরিজের দুই ম্যাচে ব্যাটে পেয়েছেন রানের দেখা। তাই দলে নিজের অবস্থান অনেকটাই শক্ত হয়ে গেছে তার। এবার জাতীয় দলের হয়ে ভালো ছন্দে থাকার মাঝেই এই মারকুটে ব্যাটার পেলেন সুখবর।

আসন্ন লঙ্কা টি-টেন লিগে দল পেয়েছেন সৌম্য সরকার। গতকাল ড্রাফট থেকে তাকে দলে ভিড়িয়েছে বাংলা টাইগার্স। এর আগে শ্রীলঙ্কার সংক্ষিপ্ততম এই লিগের আসন্ন আসরে সাকিব আল হাসানকে প্লাটিনাম ক্যাটাগরি থেকে সরাসরি চুক্তিতে দলে নিয়েছে গল মারভেলস।

প্রথমবারের মতো শ্রীলঙ্কায় অনুষ্ঠিত হতে যাচ্ছে ১০ ওভারি এই ক্রিকেট টুর্নামেন্টের। ৬ দল নিয়ে আয়োজিত এই প্রতিযোগিতায় টাইগার ক্রিকেটারদের মধ্যে সাকিবের পর জায়গা পেয়েছেন সৌম্য সরকার। রোববার (১০ নভেম্বর) ড্রাফটের ‘সি’ ক্যাটাগরি থেকে সৌম্যকে দলে নিয়েছে বাংলা টাইগার্স।

সৌম্য সরকার এর আগে কখনো বিদেশী লিগ খেলার সুযোগ পাননি। ২০১৮ সালে আফগানিস্তান প্রিমিয়ার লিগে ডাক পেলেও বোর্ড থেকে ছাড়পত্র না পাওয়ায় খেলা হয়নি তার। তাই এবার বিসিবি থেকে অনাআপত্তি পত্র পাওয়ার আশা করতে পারেন তিনি।

টি-টেন লিগটি শুরু হবে আগামী ১২ ডিসেম্বর থেকে। যা শেষ হবে পরবর্তী ২২ ডিসেম্বর। তবে ভাবনার বিষয় ওই সময় বাংলাদেশ জাতীয় দলের রয়েছে ওয়েস্ট ইন্ডিজ সিরিজ। যেখানে আগামী ২২ নভেম্বর থেকে শুরু করে পরবর্তী ২০ ডিসেম্বর পর্যন্ত উইন্ডিজদের পক্ষে পূর্ণাঙ্গ সিরিজ খেলবে টাইগাররা।

আরও পড়ুন:

» বাংলাদেশের সিরিজ নির্ধারণী ম্যাচসহ আজকের খেলা (১১ নভেম্বর ২৪)

» শেষ ম্যাচে অনিশ্চিত শান্ত: তার দায়িত্ব সামলাবেন কে?

লঙ্কা টি-টেন লিগের উদ্বোধনী দিনে ক্যারিবিয়দের বিপক্ষে ওয়ানডে সিরিজের শেষ ম্যাচ খেলবে বাংলাদেশ। এরপর তিনদিন বাদেই শুরু হবে টি-টোয়েন্টি সিরিজ। এদিকে আফগানিস্তানের বিপক্ষে ভালো খেলায় ওয়েস্ট ইন্ডিজের ওয়ানডে সিরিজে থাকবেন সৌম্য সেটা অনেকটাই নিশ্চিত ভাবে বলা যায়।

এতে টি-টেন লিগের শুরুতে দলের সঙ্গে থাকতে পারবেন না এই টাইগার ব্যাটার। আর যদি জাতীয় দলের হয়ে টি-টোয়েন্টি সিরিজও খেলার সুযোগ পান, তবে হয়তো গোটা টুর্নামেন্টে খেলার সুযোগ হাতছাড়া করতে হবে সৌম্যকে।

ক্রিফোস্পোর্টস/১১নভেম্বর২৪/এফএএস

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট