Connect with us
ক্রিকেট

দিল্লির ডিরেক্টর অব ক্রিকেট পদ হারাতে চলেছেন সৌরভ

Sourav Ganguly
সৌরভ গাঙ্গুলি। ছবি: সংগৃহীত

দিল্লি ক্যাপিটালসের সঙ্গে সৌরভ গাঙ্গুলির সম্পর্ক শেষ হতে চলেছে বলে জানিয়েছে ভারতীয় গণমাধ্যম। প্রধান কোচের পদ ছেড়েছেন রিকি পন্টিং। এবার ফ্রাঞ্চাইজিটির ডিরেক্টর অফ ক্রিকেট পদ ছাড়ার গুঞ্জন উঠেছে।

ভারতীয় গণমাধ্যম থেকে জানা গিয়েছে, সৌরভের পরিবর্তে ডিরেক্টর অফ ক্রিকেট পদে ভারতের সাবেক ক্রিকেটার বেণুগোপাল রাওকে নিয়োগ দিবে দিল্লি।

২০১৯ সালে দিল্লির মেন্টর হিসাবে নিয়োগ পান সৌরভ। এরপরই ভারতীয় ক্রিকেট বোর্ডের সভাপতি হন তিনি। তারপর এই পদ ছেড়ে দেন ভারতের সাবেক এ অধিনায়ক। সভাপতিত্বের দায়িত্ব শেষ হওয়ার পর ২০২৩ সালে দিল্লির ডিরেক্টর অফ ক্রিকেট হন সৌরভ। তবে একটি সূত্রে জানা গিয়েছে, দিল্লির সঙ্গে সৌরভের সম্পর্ক একেবারেই শেষ হচ্ছে না। দিল্লির নারী আইপিএল দলের দায়িত্ব পেতে পারেন সাবেক এই ব্যাটার।

অন্যদিকে ২০০৫ থেকে ২০০৬ সালের মধ্যে ভারতের হয়ে ১৬টি একদিনের ম্যাচ খেলেছেন বেণুগোপাল। ভারতের সাবেক এ খেলোয়াড়ের প্রতি আস্থা রাখছে দিল্লি। আসন্ন ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) দিল্লির ডিরেক্টর অফ ক্রিকেট দেখা যেতে পারে তাকে। দিল্লির নতুন কোচ হিসেবে হেমঙ্গ বাদানির নাম প্রায় চূড়ান্ত হয়েছে। তবে এখনও আনুষ্ঠানিকভাবে ঘোষণা দেয়নি।

আরও পড়ুনঃ ৫ জনই খুলতে পারলেন না রানের খাতা:এ কেমন লজ্জায় ডুবলো ভারত

এ বছরের শেষের দিকে অনুষ্ঠিত হবে আইপিএলের নিলাম। প্লেয়ার্স ড্রাফটের পূর্বে ধরে রাখা ক্রিকেটারদের নাম জানাতে হবে দলগুলোকে। ৩১ অক্টোবরের মধ্যে ধরে রাখা খেলোয়াড়দের নামের তালিকা জমা দিতে হবে কর্তৃপক্ষের নিকট। জানা গিয়েছে, অধিনায়ক ঋষভ পন্ত, অলরাউন্ডার অক্ষর প্যাটেল ও স্পিনার কুলদীপ যাদবকে ধরে রাখতে পারে দিল্লি।

তাদের মধ্যে প্রথম পছন্দ পন্তকে ১৮ কোটি, দ্বিতীয় পছন্দ অক্ষরকে ১৪ কোটি ও তৃতীয় পছন্দ কুলদীপকে ১১ কোটি টাকায় ধরে রেখেছে দিল্লি। এই তিন ক্রিকেটার ছাড়া দুই বিদেশি জেক-ফ্রেজার ম্যাকগার্ক ও ট্রিস্টান স্টাবসকে দলে রাখার চেষ্টা করবে দিল্লি। তাদেরকে ধরে রাখতে রাইট টু ম্যাচ কার্ড ব্যবহার করতে পারে দিল্লি।

ক্রিফোস্পোর্টস/১৭ অক্টোবর ২৪/এইচআই

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট