Connect with us
ক্রিকেট

ভারতকে ইনিংস ব্যবধানে হারাল দক্ষিণ আফ্রিকা

ইনিংস ও ৩২ রানের ব্যবধানে হেরেছে ভারত। ছবি- সংগৃহীত

দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথম ম্যাচে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে লজ্জাজনক হারের মুখ দেখলো ভারত। ভারতকে ইনিংস ও ৩২ রানের ব্যবধানে হারিয়ে সিরিজে ১-০ তে এগিয়ে গেল প্রোটিয়ারা।

সেঞ্চুরিয়নে মঙ্গলবার (২৬ ডিসেম্বর) টস জিতে শুরুতে বোলিংয়ের সিদ্ধান্ত নেয় স্বাগতিক দক্ষিণ আফ্রিকা। প্রথমে ব্যাটিংয়ে নেমে ২৪৫ রানে অলআউট হয়ে যায় ভারত। জবাবে প্রথম ইনিংসে ৪০৮ রানে থামে স্বাগতিকদের ইনিংস। ১৬৩ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংস শুরু করা ভারত ১৩১ রানেই গুটিয়ে যায়। ফলে ইনিংস ও ৩২ রানের সহজ জয় পায় প্রোটিয়ারা।

ভারতের হয়ে প্রথম ইনিংসে সেঞ্চুরি করেন লোকেশ রাহুল। ১২১ রানে ৬ উইকেট হারিয়ে দল যখন বিপদে তখন তার ১০১ রানে ইনিংসে ভর করেই ২৪৫ রান সংগ্রহ করে ভারত। তবে দ্বিতীয় ইনিংসে প্রোটিয়া বোলারদের ধ্বংসলীলার সামনে দাড়াতেই পারেনি ভারতীয় ব্যাটাররা। কোহলির সর্বোচ্চ ৭৬ রানের ইনিংসে ভর করে কিছুটা ব্যবধান কমালেও শেষ ইনিংস ব্যবধানের হার এড়াতে পারেনি ভারত। শেষ পর্যন্ত ১৩১ রানেই গুটিয়ে যায় সফরকারীরা।

এদিকে প্রথম ইনিংসেই ভারতের থেকে ১৬৩ রানে এগিয়ে থেকে ৪০৮ রানে থামে দক্ষিণ আফ্রিকা। প্রোটিয়াদের হয়ে ডাবল সেঞ্চুরি হাকানোর সুযোগ মিস করেন ডিন এলগার। ১৮৫ রান করে আউট হন এই তারকা ব্যাটসম্যান। এছাড়া প্রোটিয়াদের হয়ে মার্কো জ্যানসেন ৮৪ ও ডেভিড বেডিংহাম ৫৬ রান করেন।

বোলিংয়ে প্রোটিয়াদের হয়ে আলো ছড়িয়েছেন কাগিসো রাবাদা এবং নানদ্রে বার্গার। দুই ইনিংস মিলেয়ে ৭ টি করে উইকেট নেন এই দু’জন পেসার। এছাড়া মার্কো জ্যানসেন দুই ইনিংস মিলিয়ে ৪ টি উইকেট নিয়েছেন। আর ভারতের হয়ে জাসপ্রিত বুমরাহ সর্বোচ্চ ৪ টি এবং মোহাম্মদ সিরাজ ২ টি উইকেট নিয়েছেন।

আরও পড়ুন: ২০২৪ সালে যেসব দলের মুখোমুখি হবে বাংলাদেশ

ক্রিফোস্পোর্টস/২৮ডিসেম্বর২৩/এমটি

Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট