
চ্যাম্পিয়ন্স ট্রফিতে ‘বি’ গ্রুপের শেষ ম্যাচে আজ (শনিবার) ইংল্যান্ডের মুখোমুখি হয়েছিল দক্ষিণ আফ্রিকা। এই ম্যাচে ইংলিশদের ৭ উইকেটের বড় ব্যবধানে হারিয়েছে প্রোটিয়ারা। এতে ৫ পয়েন্ট নিয়ে ‘বি’ গ্রুপের শীর্ষে থেকে সেমিফাইনাল নিশ্চিত করেছে টেম্বা বাভুমার দল।
করাচি জাতীয় স্টেডিয়ামে টস জিতে ব্যাট করতে নেমে ৩৮.২ ওভারে সবকটি উইকেট হারিয়ে ১৭৯ রান তুলতে সক্ষম হয় ইংল্যান্ড। সহজ লক্ষ্য তাড়া করতে নেমে ২৯.১ ওভারে ৩ উইকেট হারিয়ে জয়ের বন্দরে পৌঁছে যায় প্রোটিয়ারা।
আগেই টুর্নামেন্ট থেকে বিদায় নিশ্চিত হওয়া ইংলিশদের জন্য আজকের ম্যাচটা গুরুত্বপূর্ণ না হলেও দক্ষিণ আফ্রিকার জন্য গুরুত্বপূর্ণ ছিল। একইসঙ্গে ৩ পয়েন্ট নিয়ে তিনে থাকা আফগানিস্তানের জন্যেও ম্যাচটি গুরুত্বপূর্ণ ছিল। এই ম্যাচে কঠিন এক সমীকরণ মিললেই সেমিফাইনালে উঠে যেতো আফগানিস্তান।
আরও পড়ুন:
» পবিত্র রমজানের শুভেচ্ছা জানালেন তামিম ইকবাল
» ডিপিএলে ক্রিকেটারদের পারিশ্রমিকের নিশ্চয়তা চাইলেন তামিম
তবে প্রথম ইনিংসেই আফগানদের সেমির দরজা বন্ধ করে দেয় ইংল্যান্ড। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে আগে ব্যাট করলে ইংল্যান্ডকে কমপক্ষে ২০৭ রানে জিততে হতো। কিংবা পরে ব্যাট করলে ইংল্যান্ডকে মাত্র ১১.১ ওভারেই মধ্যে জয় পেতে হতো। তবে ইংলিশরা ১৭৯ রানের বেশি করতে না পারায় প্রথম ইনিংসেই বিদায় নিশ্চিত হয়েছে আফগানদের এবং সেমিতে উঠেছে প্রোটিয়ারা।
এদিন ইংল্যান্ড আগে ব্যাট করতে নেমে ইনিংসের শুরু থেকেই নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে। দলের পক্ষে সর্বোচ্চ রান আসে জো রুটের ব্যাট থেকে। ৪৪ বলে ৩৭ রান করেন এই তারকা। এছাড়া জোফরা আর্চার ২৫, বেন ডাকেট ২৪, জস বাটলার ২১ এবং হ্যারি ব্রুকের ব্যাট থেকে আসে ১৯ রান।
দক্ষিণ আফ্রিকার হয়ে বল হাতে সমান ৩টি করে উইকেট শিকার করেছেন মার্কো ইয়ানসেন ও উইয়ান মুল্ডার। এছাড়া কেশভ মহারাজের ঝুলিতেও গিয়েছে ২ উইকেট এবং কাগিসো রাবাদা ও লুঙ্গি এনগিদি ১টি করে উইকেটের দেখা পেয়েছেন।
রান তাড়ায় নেমে পাওয়ারপ্লেতে দুই ওপেনার রায়ান রিকেল্টন ও ট্রিস্টান স্টাবসকে হারালেও রেসি ফন ডার ডুসেনের ৭২ এবং হেনরিখ ক্লাসেনের ৬৪ রানে ভর করে জয় নিশ্চিত করে প্রোটিয়ারা। ইংল্যান্ডের হয়ে জোফরা আর্চার ২টি এবং আদিল রশিদ ১টি উইকেট নেন।
ক্রিফোস্পোর্টস/১মার্চ২৫/বিটি
