টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার এইটে আজ অনেকটা অলিখিত কোয়ার্টার ফাইনাল ম্যাচে স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে মাঠে নেমেছিল দক্ষিণ আফ্রিকা। এই ম্যাচে যারা জিতবে তারাই যাবে সেমিফাইনালে, এমন সমীকরণের ম্যাচে ক্যারিবিয়ানদের ৩ উইকেটে পরাজিত করে প্রোটিয়ারা। ইংল্যান্ডের পর দ্বিতীয় দল হিসেবে শেষ চারের টিকিট নিশ্চিত করল এইডেন মার্করামের দল।
স্যার ভিভিয়ান রিচার্ড স্টেডিয়ামে বৃষ্টি বিঘ্নিত ম্যাচে খেলা হয় কার্টেল ওভারের। এদিন টস হেরে আগে ব্যাট করতে নেমে প্রোটিয়াদের বিপক্ষে ১৩৫ রানের মাঝারি সংগ্রহ পায় ওয়েস্ট ইন্ডিজ। তবে বৃষ্টি বাধা ম্যাচ বন্ধ হলে খেলা ছোট হয়ে ম্যাচ নেমে আসে ১৭ ওভারে। যেখানে দক্ষিণ আফ্রিকার নতুন টার্গেট দাঁড়ায় ১২৩ রানের। তবে শেষ ওভারে ৩ উইকেট ও ৫ বল হাতে রেখে লক্ষ্য পূরণ করে প্রোটিয়ারা।
এদিন টস জিতে ওয়েস্ট ইন্ডিজকে আগে ব্যাটিংয়ে পাঠায় দক্ষিণ আফ্রিকা। ব্যাটিংয়ের শুরুতেই প্রথম দুই ওভারে দুই উইকেট হারিয়ে ধাক্কা খায় উইন্ডিজরা। আগের ম্যাচে যুক্তরাষ্ট্রের বিপক্ষে ৮২ রান করা শাই হোপ এদিন ফিরেছেন প্রথম বলেই গোল্ডেন ডাক মেরে। পরের ওভারেই নিকোলাস পুরান মাত্র ১ রান করে সাজঘরে ফেরেন।
তবে এরপর ঘুরে দাঁড়ায় ওয়েস্ট ইন্ডিজ। রস্টন চেজকে সঙ্গে নিয়ে ৮১ রানের জুটি গড়েন ওপেনার কাইল মায়ার্স। ১২তম ওভারে শামসির শেষ বলে ক্যাচ দিয়ে ফেরার আগে মায়ার্স খেলেন ৩৪ বলে ৩৫ রানের ইনিংস। এরপরই নিয়মিত উইকেট হারাতে থাকে ক্যারিবিয়ানরা। ৪২ বলে ৫২ রান করা রস্টনকেও সাজঘরের পথ দেখিয়েছেন তাবরাইজ শামসি।
শেষ দিকে আন্দ্রে রাসেল ও আলজারি জোসেফের ছোট ইনিংসে ভর করে ১৩৫ রানের সংগ্রহ দাঁড় করায় ওয়েস্ট ইন্ডিজ। এই রান তাড়া করতে গিয়ে শুরুতেই ধাক্কা খায় রুটি আর। প্রথম দুই ওভারে পরপর রেজা হেন্ড্রিক্স ও কুইন্টন ডি ককের উইকেট হারায় তারা। এরপর বৃষ্টি বাধায় ম্যাচ বন্ধ হলে খেলা নেমে আসে ১৭ ওভারে।
এরপর নিয়মিত উইকেট হারাতে থাকে দক্ষিণ আফ্রিকা। ১০০ রানে ৬ উইকেট পড়ে গেলে কিছুটা চাপে পড়ে যায় প্রোটিয়ারা। দুই ওভারে ১৩ রানের সমীকরণ শেষ ওভারে গিয়ে দাঁড়ায় ৫ রানের প্রয়োজনে। তবে শেষ ওভারের প্রথম বলেই ছক্কা হাকিয়ে দলের জয় নিশ্চিত করেন মার্কো জানসেন। মার্কো জানসেন অপরাজিত ছিলেন ১৪ বলে ২১ রানের দারুন এক ইনিংস খেলে।
আরও পড়ুন: বিশ্বকাপে টিকে থাকতে আজ ভারতকে সমর্থন করবে বাংলাদেশ?
ক্রিফোস্পোর্টস/২৪জুন২৪/এফএএস